সাবেক উইন্ডিজ পেসার উইলিয়াম হেকে গত সোমবার (১৮ই মার্চ) নির্মমভাবে হত্যা করা হয়েছে। এদিন এক আততায়ীর গুলিতে নিহত হয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত খুনিকে সনাক্ত করা যায়নি।
তবে শুধু উইলিয়ামকে খুন করেই ক্ষান্ত হয়নি সেই আততায়ী। এরপর তাঁর বাসভবনেও আগুন লাগিয়ে দিয়েছিলো সে। পুলিশ তাঁর রক্তাক্ত মরদেহ খুঁজে পেয়েছে পুড়িয়ে দেয়া বাড়িটির একটি কক্ষে। তাঁর শরীরে গুলির ক্ষত ছাড়াও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।
উইন্ডিজ এই ক্রিকেটারের নৃশংস মৃত্যুতে শোক প্রকাশ করেছে জ্যামাইকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেসিএ)। এক বিবৃতিতে জেসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা কোর্টনি ফ্রান্সিস সকলকে আহ্বান জানিয়েছেন পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন