শিরোনাম

প্রচ্ছদ /   আগুনে হতাহতদের যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মাশরাফি

আগুনে হতাহতদের যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মাশরাফি

Avatar

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২১, ২০১৯

প্রিন্ট করুন

পুরান ঢাকার চকবাজারে চার তলা একটি বাড়িসহ কয়েকটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাতের ১৫ ঘণ্টা পর আগুন নিভিয়ে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

আর এই ভয়াবহ অগ্নিকান্ডে পুরো দেশজুড়ে চলছে শোকের মাতম। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার বিভিন্নভাবে নিহতদের মাগফিরাত ও আহতের পাশে থাকার আহবান জানাচ্ছেন। তামিম, রুবেল, মোস্তাফিজ, সাব্বির, তাসকিন সাকিব সবাই গভীর ভাবে মর্মাহত এই ভয়াবহ অগ্নিকান্ডে। এবার এই ভয়াবহ অগ্নিকাণ্ডে শোক এবং আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি।

এ ব্যাপারে তিনি তার ফেইসবুক ওয়ালে লিখেন, “চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। হতাহতদের জন্য প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জানি, তাদের পরিবারের জন্য কোনো সান্ত্বনাই যথেষ্ট নয়। আল্লাহ তাদের এই শোক সইবার শক্তি দিন।আমিও চেষ্টা করব হতাহতদের সকল ধরনের সাহায্য করার।

ফায়ার সার্ভিস ও অন্য যারা জীবন বাজি রেখে উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন, তারা অবশ্যই ধন্যবাদের আশায় কিছু করেননি, তবু তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন