শিরোনাম

প্রচ্ছদ /   সিগন্যালে ছিলেন থেমে, আকাশ থেকে পড়া ‘তরল পদার্থে’ ঢেকে গেল মহিলার গাড়ি!

সিগন্যালে ছিলেন থেমে, আকাশ থেকে পড়া ‘তরল পদার্থে’ ঢেকে গেল মহিলার গাড়ি!

Avatar

শনিবার, জুন ৯, ২০১৮

প্রিন্ট করুন

আন্তজার্তিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, কানাড়ার বাসিন্দা সুসান অ্যালে নামে এক মহিলা সম্প্রতি অভিযোগ করেন, তার গাড়িতে উপর থেকে মল ফেলা হয়েছে।

জানা গেছে, কানাডায় কেলেউনে বসবাস করেন সুসান। কয়েকদিন আগে তিনি ছেলেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। রাস্তায় সিগন্যাল দেখে গাড়ি দাঁড় করতে হয়। ওই মহিলার অভিযোগ, গাড়ি দাঁড় করানোর পরই আচমকাই বেশ কিছু তরল পদার্থ তাঁর গাড়ির উপরে পড়তে থাকে।

সুসানের দাবি, তিনি প্রথমে ভেবেছিলেন উপরে থেকে কেউ কাঁদা ছুড়ে ফেলেছেন। কিন্তু কিছুক্ষণ পরেই ভুল ভাঙে তার। ওই বাদামি তরল থেকে ব্যাপক দুর্গন্ধ বের হতে থাকে। ওই মহিলার অভিযোগ, ওই তরল পদার্থ গুলো আদৌ কোনও কাদা নয়। বরং মল ফেলা হয়েছিল তার গাড়িতে।

সুসানের দাবি, গরমের জন্য জানালার কাঁচ তিনি খুলে রেখেছিলেন। এতে তরল পদার্থ বেশ খানিকটা তার চোখে চলে যায়। এর পরেই চিকিৎসকের কাছে যান তিনি।

ওই মহিলা জানান, ঘটনার সময় উপর থেকে একটি প্লেন উড়ে যেতে দেখেছিলেন তিনি। এই মল ওই প্লেন থেকেই ফেলা হতে পারে বলে অভিযোগ তার। ঘটনাস্থল থেকে বেশ খানিকটা দূরেই রয়েছে একটি বিমানবন্দর।

তবে এই ব্যাপারে কেলেউনা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ঘটনার সময় কোনও বিমান ওই এলাকার উপর দিয়ে উড়ে যায়নি।

সুসানের সঙ্গে এই ঘটনার কয়েকদিনের মধ্যেই ফের একই ঘটনা ঘটে ওই এলাকায়। দু’টি ঘটনারই তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন