প্রবল কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন তিনি। ভেবেছিলেন, লম্বাটে, মসৃণ কিছু পায়ুপথে চালনা করলে স্বস্তি মিলবে। কিন্তু ফল হল বিপরীত।
জানা যাচ্ছে, ঘটনাটি চীনের। কোষ্ঠকাঠিন্যের হাত থেকে মুক্তি পেতে ওই ব্যক্তি পায়ুপথে এক ফুট লম্বা একটি অবারজাইন (বেগুন-জাতীয় ফল) প্রবেশ করান। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মেলা তো দূরে থাক, বেগুন গিয়ে ঠেকে অন্ত্রের ভিতরে। এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’।
বিপাকে পড়ে ভদ্রলোক হাসপাতালে যান। সেখানে স্ক্যান করে দেখা যায়, পেটের ভিতরে এক বিশেষ কোণে আটকে রয়েছে বেগুনটি। দু’দিন ধরে তিনি পেটের ব্যথায় কাতরাতে থাকেন, বমি হয় বেশ কয়েক বার। শেষে অস্ত্রোপচার করেই বের করতে হয় বেগুনটিকে। চিকিৎসকরা জানিয়েছেন, আর একটু হলে বেগুনটি ভদ্রলোকের ফুসফুসে গিয়ে ঠেকত। তখন অন্য বিপদ ঘটতে পারত।
জানা গেছে, ভদ্রলোক এখন বিপদ মুক্ত। তবে, তার কোষ্ঠকাঠিন্য দূর হয়েছে কি না, জানা যায়নি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন