শিরোনাম

প্রচ্ছদ /   সৌদিতে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগানের মালিক সম্পর্কে জানলে অবাক হবেন!

সৌদিতে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগানের মালিক সম্পর্কে জানলে অবাক হবেন!

Avatar

শুক্রবার, জুন ১, ২০১৮

প্রিন্ট করুন

খেজুর বাগানের মালিক সম্পর্কে- চলছে মুসলিম উম্মার জন্য ইবাদতের শ্রেষ্ঠ মাস মাহে রমজান মাস ।খেজুর মুসলমানদের কাছে অতি প্রিয় ও পবিত্র একটি ফল। রমজান মাস আসলে এর ব্যপক চাহিদা দেখা যায়।

মুসলমানদের শেষ মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) খেজুর খুবই পছন্দ করতেন। সৌদি আরবের সর্বত্রই খেজুর গাছ দেখতে পাওয়া যায়।

অনুকুল আবহাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশে প্রচুর খেজুর উৎপাদন হয়। তবে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগানটির অবস্থান কিন্তু সৌদি আরবে।

দেশটির আল-কাসীম শহরে বিশ্বের সবচেয়ে বড় এই খেজুর বাগান অবস্থিত। বাগানটির মালিক সালেহ বিন আবদুল আযীয রাজেহী। তার নামানুসারে খেজুর বাগানটির নামও রাখা হয়েছে ‘রাজেহী বাগান’। প্রায় দুই লাখ গাছ আছে বাগানটিতে। চল্লিশ প্রকারের খেজুর উৎপাদিত হয় সেখানে।

আশ্চর্যের ব্যাপার হলো, এই বাগানের পুরো উৎপাদনই আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন আবদুল আযীয রাজেহী। পবিএ মাহে রমজান মাসে পবিত্র মক্কা ও মদীনায় আগত রোজাদারদের ইফতারির সমস্ত খেজুর এই বাগান থেকেই সরবরাহ করা হয় জানা যায়।

বিশ্বের সবচেয়ে বড় ‘ওয়াকফ সম্পত্তি’ হিসেবেও এই বাগানকে বিবেচনা করা হয়। এতবড় কলিজার মানুষ এখনো আছে পৃথিবীতে !

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন