শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশী ভাইরাসে কেরালায় ১৩ জনের মৃত্যু !

বাংলাদেশী ভাইরাসে কেরালায় ১৩ জনের মৃত্যু !

Avatar

বৃহস্পতিবার, মে ৩১, ২০১৮

প্রিন্ট করুন

ভারতের কেরালা রাজ্যে ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাস। পুনেতে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি (এনআইভি)-এর বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে, এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশ থেকে। আক্রান্ত একজন রোগির গলা থেকে নমুনা সংগ্রহ করে তার পূর্ণাঙ্গ জিনোম অবমুক্ত করেছেন ওই বিজ্ঞানীরা। এ

রপর তারা উপসংহারে এসেছেন। দুই রকম নিপা ভাইরাস আছে। একটি হলো মালয়েশিয়ার (এনআইভিএম) এবং অন্যটি হলো বাংলাদেশের (এনআইভিবি)।

দুটি ভাইরাসই ভীষণ প্রাণঘাতী। এমন প্রাণসংহারের হার শতকরা ৬০ ভাগ থেকে ৮৫ ভাগ পর্যন্ত। কেরালায় যে ভাইরাস দেখা দিয়েছে তার জেনেটিক গঠন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, এর সঙ্গে বাংলাদেশী ভাইরাসের মিল রয়েছে। এমনটা বলেছেন, এনআইভি-পুনের পরিচালক দেবেন্দ্র মৌর্য্য।

প্রথমে বাংলাদেশের মেহেরপুরে দেখা দেয় নিপা ভাইরাস। তারপর থেকে প্রতিবেশী দেশ ভারতের কোনো না কোনো স্থানে প্রতি বছরই নিপা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। এ মাসে এ পর্যন্ত কেরালায় এ ভাইরাসে মারা গেছেন ১৩ জন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন