বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ হাইতির মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। সেই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫ টায়। সেই ম্যাচে আর্জেন্টিনা দল ফেভারিট । কেননা এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে ২ ম্যাচেই জয়ের দেখা পেয়েছে মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে অনেকদিন পরে মাঠে দেখা যেতে পারে আগুয়েরোকে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশঃ
আরমানি(গোলরক্ষকক), ফাজিও, অটামেন্ডে, আনসালদি, ট্যাগ্লিফিও, লো সেলসো, এভার বানেগা, লিও মেসি, পাওলো দিবালা, কুন আগুয়েরো।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন