শিরোনাম

প্রচ্ছদ /   যে ভেন্যুতে হবে রিয়াল-লিভারপুল ফাইনাল

যে ভেন্যুতে হবে রিয়াল-লিভারপুল ফাইনাল

Avatar

শুক্রবার, মে ১১, ২০১৮

প্রিন্ট করুন

মে মাসের ২৬ তারিখ রাতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। এই ফাইনালে মুখোমুখি হচ্ছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। ফাইনালের জন্য মাঠও নির্বাচন করা হয়েছে। এবারের ফাইনালটি অনুষ্ঠিত হবে ইউক্রেনের ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স অলিম্পিয়িস্কি স্টেডিয়ামে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগে এর নামকরন করা হয়েছিল কমিউনিজম। কিন্তু ইউক্রেন স্বাধীনতা পাবার পর অলিম্পিক নামে পরিচিত হতে থাকে স্টেডিয়ামটি ।

অলিম্পিয়িস্কি স্টেডিয়ামটি প্রথম ১৯২৩ সালে তৈরি করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে স্টেডিয়াম কর্তৃপক্ষ স্টেডিয়ামে আধুনিকতা আনতে থাকেন। এটি ইউক্রেন এর রাজধানী কিয়েভে অবস্থিত। ২০১২ সালে এটির ধারনক্ষমতা ছিল মাত্র ৬৩ হাজার। কিন্তু ২০১২ সালে ইউয়েফা ইউরোকে কেন্দ্র করে এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৭০ হাজারের উপরে উন্নতি করা হয়। কিন্তু ১৯৭৭ সালে এর সর্বোচ্চ ধারন ক্ষমতা রেকর্ড করা হয় ১ লাখের উপরে। ওই দিন দিনামো কিয়েভ(কিয়িভ) বনাম বায়ার্ন মিউনিখের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

এটাকে পুরোপুরি ফুটবল স্টেডিয়াম বললেও ভুল করা হবে। এটা অলিম্পিক ইভেন্ট গুলোর জন্য নির্দিষ্ট করা একটি মাঠ। এটাকে এক সময় সোভিয়েত ইউনিয়নের হোম গ্রাউন্ড বলা হতো। কিন্তু সোভিয়েত ভাঙার পর এটা এখন দিয়ামো কিয়েভ ও ইউক্রেন জাতীয় দলের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত পেয়েছে।

আধুনিকতা ও ঐতিহ্যকে মিশিয়ে এই অলিম্পিয়িস্কি স্টেডিয়াম। এটি নির্মাণে ১৬৫ মিলিয়ন ডলার খরচ হয়েছে। ইউক্রেন সহ পুরো ফুটবলপ্রেমীরা চেয়েছে আছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দেখার জন্য। পুরো দেশ এখন উৎসবে মাতহারা। এই ফাইনালকে কেন্দ্র করে ইউক্রেনের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে শান্তির বার্তা পৌঁছে দিতে পারে কিনা এখন এটাই দেখার বিষয়

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন