শিরোনাম

প্রচ্ছদ /   ফের বাড়ছে স্বর্ণের দাম দেখেনিন সর্বশেষ বাজার মূল্য

ফের বাড়ছে স্বর্ণের দাম দেখেনিন সর্বশেষ বাজার মূল্য

Avatar

রবিবার, আগষ্ট ২২, ২০২১

প্রিন্ট করুন

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। শনিবার (২১ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। যা কার্যকর হবে ২২ আগস্ট রবিবার থেকে।

চলতি বছরের শুরু থেকেই কোভিডের ধাক্কায় দেশের তথ্য বিশ্ব বাজারে স্বর্ণের দামের উঠা-নামা লক্ষ্য করা গেছে। কখনও তেলের মূল্যের দরপতন আবার কখনও লগ্নীকারকদের অনাগ্রহ নানা দিক মিলিয়ে বেশ অস্থিরতা দেখা গিয়েছিলো। তবে ধীরে ধীরে তা কাটতে শুরু করেছে।

এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দামের অস্থিরতার প্রভাব পরেছে দেশের বাজারেও। যেখানে সর্বশেষ গত ১৯ জুন বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিলো প্রতি ভরিতে ১ হাজার ৫১৬ টাকা। যা কার্যকর হয়েছিলো ২০ জুন থেকে। দুইমাস পর আবারও পুনরায় স্বর্নের দাম বৃদ্ধির কথা জানিয়েছে বাজুস।

২১ আগস্ট বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে প্রতি ভরি সোনার মূল্য বৃদ্ধি করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে জুন মাসে যে দাম কমানো হয়েছিল তা আবারও বাড়লো।

নতুন করে বৃদ্ধি হওয়া সোনার মূল্য অনুযায়ী একজন ক্রেতাকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে হলে খরচ করতে হবে ৭৩ হাজার ৪৮৩ টাকা। পূর্বে যার দাম ছিলো ৭১ হাজার ৯৬৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা কিনতে হলে গ্রাহককে গুনতে হবে ৭০ হাজার ৩৩৩ টাকা। পূর্বের দাম অনুযায়ী যা ছিলো ৬৮ হাজার ৮১৭ টাকা।

অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করে দেয়া হয়েছে ৬১ হাজার ৫৮৪ টাকা। সনাতন পদ্ধতিতে তৈরি হওয়া এক ভরি সোনার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৬২ টাকা। যা আগে ছিলো ৪৯ হাজার ৫৪৬ টাকা।।

এছাড়া ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা কিনতে হলে গুনতে হবে ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রপা ১২২৪ টাকা ও সনাতন পদ্ধতিতে তৈরি এক ভরি রুপার দাম বেধে দেয়া হয়েছে ৯৩৩ টাকা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন