শিরোনাম

প্রচ্ছদ /   সপ্তাহের ব্যবধানে বেড়েছে ১৫টি পণ্যের দাম দেখেনিন সর্বশেষ বাজার মূল্য

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ১৫টি পণ্যের দাম দেখেনিন সর্বশেষ বাজার মূল্য

Avatar

শনিবার, আগষ্ট ২১, ২০২১

প্রিন্ট করুন

মাত্র সাতদিনের ব্যবধানেই বেড়েছে নিত্য প্রয়োজনীয় ১৫টি পণ্যের দাম। রাজধানী ঢাকার বাজারে বেশ কিছুটা বৃদ্ধি হয়েছে নতুন করে।

রাজধানীতে নতুন করে যে পণ্যগুলোর দাম বৃদ্ধি হয়েছে সেগুলো হলো, সয়াবিন তেল, পাম অয়েল, আটা, ময়দা, মসুর ডাল, হলুদ, চিনি, এলাচ, দারুচিনি, ব্রয়লার মুরগি, আদা, তেঁজপাতা, শুকনা মরিচ ও ডিম। সেই সাথে বৃদ্ধি পেয়েছে নির্মাণ হাজের জন্য ব্যবহৃত হওয়া এমএস রডের দামও।

দামবৃদ্ধির এ চিত্র বৃহস্পতিবার (১৯ আগস্ট) সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে। রামপুরা, মালিবাগ, কাওরান বাজারসহ মোট ১৩টি বাজার ঘুরে এই প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।

টিসিবির তৈরি করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন ১২৪-১২৬ টাকায় বিক্রি হচ্ছে, যা ৭ দিন আগে ছিল ১২০-১২৫ টাকা। প্রতি লিটার লুজ পাম অয়েল বিক্রি হয়েছে ১১৪-১১৬ টাকা, যা ৭ দিন আগে ছিল ১০৬-১১২ টাকা। প্রতি কেজি খোলা আটায় ২ টাকা বেড়ে সর্বোচ্চ ৩৩ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি প্যাকেটজাত ময়দা ২ টাকা বেড়ে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাঝারি আকারের মসুর ডাল কেজিতে ৫ টাকা বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি হলুদ কেজিতে ২০-৪০ টাকা বেড়ে সর্বোচ্চ ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। চিনি ৭ দিনের ব্যবধানে কেজিতে ২-৭ টাকা বেড়ে মানভেদে ৭৫-৭৭ টাকায় বিক্রি হচ্ছে। দারুচিনি কেজিতে ৫০ টাকা বেড়ে ৪০০ টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি ব্রয়লার মুরগি কেজিতে ৫ টাকা বেড়ে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি আদা কেজিতে ৪০ টাকা বেড়ে ১৪০ টাকায় এবং তেজপাতা ২৫ টাকা বেড়ে কেজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে দাম বৃদ্ধির খবরে সংশ্লিষ্টরা বলছেন আড়ৎ ও পাইকারি দরের চেয়ে খুচরা বাজারে দামের যে তারতম্য রয়েছে সেটা নিয়ন্ত্রণে দ্রুতই পদক্ষেপ নেয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন