সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আসিফ নজরুল তার ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে বলেন, ‘’বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের দৃশ্যের চেয়ে ভয়াবহ হবে ঢাকা বিমানবন্দরের দৃশ্য।‘’ আফগানিস্তান ইস্যুতে তিনি এমন স্ট্যাটাস দেয়ার পর থেকেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। বিভিন্ন মহল আসিফ নজরুলের এই স্ট্যাটাস নিয়ে সমালোচনা করলেও তার স্ট্যাটাসকে যুক্তিযুক্ত বলছেন নাগরিক সমাবেশের নেতারা।
শুক্রবার (২০ আগস্ট) শাহবাগে ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও বন্দি ছাত্রনেতাদের মুক্তি দাও! সভা-সমাবেশে দমন-পীড়ন এবং অধ্যাপক আসিফ নজরুলকে হুমকি-হয়রানির প্রতিবাদ’ শীর্ষক এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘যে জাতি সম্মান দিতে জানে না, সেই জাতির কপালে বিপর্যয় আছে। সাহসী শিক্ষকের প্রতি যা হচ্ছে তার জন্য প্রধানমন্ত্রীর দায় আছে। আওয়ামী লীগের সভাপতি হিসেবে আপনার একটা নৈতিক দায়িত্ব আছে। যারা আসিফ নজরুলের প্রতি অন্যায় করেছে, অন্যায় বহাল রেখেছে তাদের পক্ষ থেকে পাবলিকলি আসিফ নজরুলের কাছে ক্ষমা চান। আওয়ামী লীগের সভাপতি হিসেবে একটা উদাহরণ সৃষ্টি হবে। আপনার টেন্টাররা এসব থেকে শিখবে। আদব-কায়দা শিখবে। আদব-কায়দা না শিখলে জাতির উন্নতি হয় না।‘’
প্রধানমন্ত্রীর উদ্দেশে জাফরুল্লাহ আরও বলেন, ‘আপনি কথা দিয়েছিলেন- নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রদের নামে কোনো মামলা হবে না। তিন বছর ধরে সে মামলা ঝুলছে। আপনার কথার মূল্য না থাকলে দেশবাসী যাবে কোথায়? একইভাবে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদ করায় ৫৪ জন ছাত্রের এখনও জামিন দেননি। শুধু জামিন না, এ সব মামলা প্রত্যাহার করা উচিত। তবেই কাবুলের দৃশ্য দেখতে হবে না। নয়ত কাবুলের দৃশ্য পুনরাবৃত্তি হওয়া আশ্চর্য কিছু না।’
এছাড়া সমাবেশে উপস্থিত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর আসিফ নজরুলের দেয়া স্ট্যাটাসকে সমর্থন করে বলেন, ‘শিক্ষক সমাজের প্রতিনিধি হিসাবে আসিফ নজরুল যে স্ট্যাটাস দিয়েছেন তা কি অবাস্তব কথা? সাহস থাকলে নিরেপক্ষ নির্বাচন দিয়ে দেখেন, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।’’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন