দেশে টিকাপ্রত্যাশীদের জন্য আবারও বড় ধরনের সুখবর দিয়েছে সরকার। সর্বশেষ নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ২৫ বছর বয়স পর্যন্ত টিকা নিতে পারলেও এখন সেটা আরও কমানো হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি দেশে টিকা কার্যক্রম শুরু হবার পর থেকে সর্মনিম্ন ৫৫ বছর পর্যন্ত বয়সের মানুষ টিকা নিতে পারতেন সেই সাথে সম্মুখ সারির পুলিশ ও ডাক্তাররাও টিকা নেয়ার জন্য নির্বাচিত হয়েছিলেন। তবে সময়ের সাথে সাথে সেটা নেমে এসেছে অর্ধেকেরও নিচে।
৫৫ বছর বয়স থেকে কমিয়ে ৪০ বছর বয়সের মানুষকে টিকা প্রদান কার্যক্রম চলার পর সেটা কমিয়ে ৩০ এবং পরবর্তিতে তা করা হয়েছিল ২৫ বছর বয়স। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী ১৮ বছর বা তার বেশি বয়সের মানুষ টিকা নিতে পারবেন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সুরক্ষা অ্যাপে দেখা যায় যাদের বয়স সর্বনিম্ন ১৮ বছর তারাও টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করার সুযোগ পাচ্ছেন। নতুন করে বয়স নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্য শিক্ষার্থীদের প্রাধান্য দেয়া হয়েছে। অর্থাৎ ১৮ বা তার বেশি বয়সের শিক্ষার্থীরা এখন চাইলেই সুরক্ষা অ্যাপ দিয়ে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন দ্রুত যেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। এক্ষেত্রে দ্রুত কার্যক্রম শুরু করার নির্দেশও দিয়েছিলেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রীও জানিয়েছিলেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য প্রস্তুত রয়েছে মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টিকা দিয়েই পুনরায় বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার কথাও জানানো হয়। সেই লক্ষেই মূলত শিক্ষার্থীদের টিকা দেয়ার জন্য সর্বনিম্ন ১৮ বছর বয়স নির্ধারণ করে দেয়া হয়েছে টিকা নেয়ার ক্ষেত্রে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে সরকারের পক্ষ থেকে দেশের হাসপাতাল থেকে শুরু করে ইউনিয়ন ও সিটি কর্পোরেশন পর্যায়ে গণটিকা কার্যক্রম চালু করা হয়েছিলো। কিন্তু এরপর সাময়িক সময়ের জন্য টিকার সংকট দেখা দিলে তা আবার বন্ধ হয়ে যায়। নতুন করে দ্রুতই আবারও গণটিকা কার্যক্রম চালু করা হবে বলেও জানিয়েছন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন