শিরোনাম

প্রচ্ছদ /   সিটি মেয়রের উপর হামলাঃ সব বাস বন্ধ বরিশালে

সিটি মেয়রের উপর হামলাঃ সব বাস বন্ধ বরিশালে

Avatar

বৃহস্পতিবার, আগষ্ট ১৯, ২০২১

প্রিন্ট করুন

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল থেকে বরিশাল রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধের এমন কাণ্ডে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

বুধবার (১৮ আগস্ট) মধ্যরাতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে লক্ষ্য করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে আনসারদের গুলি বর্ষণের প্রতিবাদে বাস বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। যার কারনে বৃহস্পতিবার সকালে কোনো বাস কিংবা মিনিবাস ছেড়ে যায়নি বরিশাল থেকে।

বরিশাল জেলা বাস, মি‌নিবাস, কোচ ও মাইক্রোবাস শ্র‌মিক ইউনিয়‌নের সভাপতি পরিমল চন্দ্র দাস জানিয়েছেন সাবিক আব্দুল্লাহর উপর হামলার বিচার চান তারা। বাস বন্ধের কারন জানিয়ে তিনি বলেন, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে লক্ষ্য করে আনসারদের গুলি বর্ষণের বিচার চেয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আমার ড্রাইভার ও কমিটির সাধারণ সম্পাদক বাবু হাসপাতালে ভর্তি আছেন। আমরা এর বিচার চাই।

এদিকে বাস বন্ধ থাকলেও বরিশাল থেকে নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে লঞ্চ। অভ্যন্তরীণ রুটে সকাল থেকেই সব ধরনের লঞ্চ চলাচল করতে দেখা গেছে।

গতকাল (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টায় বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারীরা সিঅ্যান্ডবি রোডে উপজেলা পরিষদ এলাকায় গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতার শুভেচ্ছা ব্যানার অপসারণের কাজ শুরু করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়োজিত নিরাপত্তারক্ষীরা তাদের পরিচয় জানতে চাইলে এ নিয়ে বাকবিতণ্ডা হয় দুই পক্ষের মধ্যে।

খবর পেয়ে সেখানে মেয়র সাদিক আব্দুল্লাহ সহ নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে ইউএনওর নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে নেতাকর্মীদের। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুনিবুর রহমান অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদ প্রাঙ্গণে শোক দিবস উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের ব্যানার ও পোস্টার লাগানো ছিল। রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ছিঁড়তে আসে। রাতে লোকজন ঘুমাচ্ছে জানিয়ে তাদের সকালে আসতে বলা হয়। এ কারণে তারা আমাকে গালিগালাজ করে। আমার বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়।

এদিকে সাদিক আব্দুল্লাহ ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ছররা গুলি করা হয়েছিল। আমার গায়ে লেগেছিল, ব্যথা পেয়েছি। আমার গায়ে জ্যাকেট ছিল। সেসময় সঙ্গের লোকেরা আমাকে সুরক্ষা দিয়েছেন। তাদের গুলি লেগেছে। অনেকেই আহত হয়ে থাকতে পারেন। তবে  কতজন, জানি না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন