শিরোনাম

প্রচ্ছদ /   ক্লিনিকেই দেয়া হচ্ছে মডার্নার টিকা গ্রেফতার এক

ক্লিনিকেই দেয়া হচ্ছে মডার্নার টিকা গ্রেফতার এক

Avatar

বৃহস্পতিবার, আগষ্ট ১৯, ২০২১

প্রিন্ট করুন

মডার্নার উদ্ভাবিত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দুটি ভায়াল ও আরও কিছু খালি ভায়ালের প্যাকেটসহ একজনকে গ্রে’ফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। রাজধানী ঢাকার ‘সেবা সংস্থা’ নামে একটি ক্লিনিক থেকে শ্রী বিজয় কৃষ্ণ তালুকদার নামের একজনকে গ্রে’ফতার করেছে পুলিশ।

গোটা দেশে কোভিড প্রতিরোধী ভ্যাকসিন দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। করোন ডেডিকেটেড হাসপাতালগুলোতে টিকা দেয়া সহ গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে এর বাইরেও বিভিন্ন কেন্দ্র তৈরি করে সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হয়েছিলো কয়েকদিন আগেই। তবে বেসরকারি পর্যায়ে টিকা দেয়ার কোনো নিয়ম করা হয়নি এখন পর্যন্ত। তাই চাইলেও কেউ সরকারীভাবে ব্যতীত টিকা নিতে পারছেন না কেউ। নিয়ম বহির্ভূত এই কর্মকান্ডের জন্যই বুধবার (১৮ আগস্ট) বিজয় কৃষ্ণ নামের ওই ব্যক্তিকে আ’টক করা হয়েছে।

ওই ব্যক্তিকে আ’টক করার পর জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম। তিনি বলেন, একজনকে আ’টক করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আ’টক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি কীভাবে এই ভ্যাকসিন সংগ্রহ করলেন তা জানার চেষ্টা চলছে।

জানা গেছে গো’পন সংবাদের ভিত্তিতে বুধবার ‘সেবা সংস্থা’ নামের ওই ক্লিনিকটিতে অ’ভিযান চালায় পুলিশ। এর সত্যতা পাওয়া যায় ক্লিনিকটিতে মডার্নার তৈরি ভ্যাকসিন ও খালি বক্স পাওয়া গেলে।

উল্লেখ্য, দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষে সরকারের পক্ষ থকে দেশের মানুষকে বিনামূল্যে টিকা দেয়া হচ্ছে দীর্ঘ সময় ধরেই। দেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে এই টিকার আওতায় আনার জন্য ইতোমধ্যে টিকা কার্যক্রমও এগিয়ে যাচ্ছে।

ইতোমধ্যে সিনোফার্ম, মডার্না সহ বেশ কয়েক ধরনের টিকা বাংলাদেশে দেয়া চলমান রয়েছে। আরও টিকা আনার কার্যক্রম প্রক্রিয়াধীন থাকায় দ্রুতই টিকার সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। সংকট কেটে গেলে আবারও গণটিকা কার্যক্রমের মাধ্যমে পুনরায় টিকা দেয়া হবে বলেও জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন