দেশের সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে নতুন বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। বুধবার (১৮ আগস্ট) যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি জানান পরিস্থিতি অনুকূলে এলে দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তিনি বলেন, ‘’আমরা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছি, আশা করি দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।‘’
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথাও ভাবতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সর্বাত্মক প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘’মাননীয় প্রধানমন্ত্রী এই সংকটের একেবারে প্রথম থেকেই আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন যে কীভাবে আমরা কতো দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি।প্রথম কথা আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি।
‘’দ্বিতীয়ত, শিক্ষা যেন ব্যাহত না হয়, যত দূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি। তৃতীয়ত, আমরা যেন সব সময় প্রস্তুত থাকি, পরিস্থিতি অনুকূল হওয়া মাত্রই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।‘’
দেশে গত বেশ কিছুদিন কোভিড পরিস্থিতির অবনতি ছিলো। তবে তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। যার কারনে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দিপু মনি।
তিনি আরও বলেন, ‘’আপনারা জানেন এখন সংক্রমণের হার নিম্নগামী। সরকারের সঠিক সিদ্ধান্ত ও জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুত কমছে। আমরা আশা করি দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর্যায়ে পৌঁছাবে।‘’
সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
উল্লেখ্য, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান যেন দ্রুত খুলে দেয়া হয় সেই ব্যবস্থা গ্রহণ করর জন্য। এক্ষেত্রে শুধু বিশ্ববিদ্যালয় নয় স্কুল ও কলেজ খুলে দেয়ার কথাও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন