চলমান কোভিড পরিস্থিতে দেশে দীর্ঘ সময় ধরে চলা লকডাউন শিথিল হয়েছে কিছুদিন আগে। গত ১১ আগস্ট লকডাউন শিথিল হবার পর সীমিত পরিসরে ট্রেন চলার ঘোষণা দিয়েছিল দেশের রেলওয়ে বিভাগ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে বিধিনিষেধ শতভাগ তুলে নেয়ায় নতুন করে আরও ৩৬ জোড়া ট্রেন চলাচলের ঘোষণা দেয়া হয়েছে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
মঙ্গলবার (১৭ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে নতুন করে ট্রেন চলার কথা জানানো হয়েছে।
ঈদুল আযহার কারনে মাঝখানে ৮ দিন ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও এর আগে থেকে শুরু করে ও গত ১০ আগস্ট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিলো। সেই সাথে দেশের গণপরিবহনও চলাচল বন্ধ ছিল। তবে লকডাউন শিথিল করার পর ১১ আগস্ট থেকে প্রতিদিন সারাদেশে ১০২টি আন্তঃনগর এবং ২৬০টি মেইল, লোকাল ও কমিউউটার ট্রেন চলে। ১১ আগস্ট ৩৮টি আন্তঃনগর এবং ১৯টি মেইল ও কমিউটার চালু হয়।
রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাদাহাত আলী গণমাধ্যমকে জানিয়েছেন বর্তমান যে কোভিড পরিস্থিতি আছে সেটা উন্নতি হলে পর্যায়ক্রমে দেশের সব ট্রেন পুনরায় চলাচল করবে।
বৃহস্পতিবার থেকে যেসব আন্তঃনগর ট্রেন চলবে সেগুলো হলো- বৃহস্পতিবার থেকে যেসব আন্তঃনগর ট্রেন চলবে সেগুলো হলো- ঢাকা-চট্টগ্রাম রুটের ‘মহানগর’ ও ‘চট্টলা’, ঢাকা-কিশোরগঞ্জ রুটের ‘এগারো সিন্ধুর’, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটের ‘ব্রহ্মপুত্র’, ঢাকা-সিলেট রুটের ‘কালনী’, ঢাকা-জামালাপুর রুটের ‘জামালপুর এক্সপ্রেস’, সান্তাহার-বুড়িমারী রুটের ‘করতোয়া’, খুলনা-রাজশাহী রুটের ‘কপোতাক্ষ’, ঢাকা-রাজশাহী রুটের ‘সিল্কসিটি’ ও ‘ধূমকেতু’ এবং সান্তারহার-দিনাজপুর রুটের ‘দোলনচাঁপা’।
উল্লেখ্য, বিধিনিষেধ তুলে নেয়ার পর ট্রেনে ভ্রমনের জন্য যাত্রীদের টিকিট কাটার সুযোগ দেয়া হয়েছিল অনলাইন এবং কাউন্টার থেকে। দুইভাবেই যাত্রীরা টিকিট কেটেছিলেন নতুন করে ট্রেন চালু হবার পর। এর আগে অবশ্য বেশ কয়েক দফা ট্রেন চালু হলেও শুধুমাত্র অনলাইনের মাধ্যমে যাত্রীরা টিকিট কাটতে পেরেছেন। যেখানে ট্রেনে যাত্রীসংখ্যাও ছিল অর্ধেক।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন