শিরোনাম

প্রচ্ছদ /   আগামীকাল যেসব এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি

আগামীকাল যেসব এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি

Avatar

মঙ্গলবার, আগষ্ট ১৭, ২০২১

প্রিন্ট করুন

আগামীকাল কাল বুধবার ১৮ আগস্ট ঢাকার প্রতিটি থানায় প্রতিবাদ ও বিক্ষোভ করবে বিএনপি। পুলিশ তাদের উপর অকারনে নির্মম হামলা ও গুলিবর্ষণ করে, এরকম অভিযোগেই কাল বিক্ষোভ করবে তারা।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যায় কিছু বিএনপির নেতাকর্মী। তখন তাদের উপর কোন নির্দিষ্ট কারন ছাড়াই পুলিশের আক্রমন শুরু হয়। শুধু তাই নয়, তাদের উপর গুলিবর্ষণ করার অভিযোগও তোলা হয়।

ঢাকা মহানগরের দক্ষিন বিএনপির আহবায়ক আব্দুস সালাম বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করেছে। এটা আমাদের কবর জিয়ারতের কর্মসূচি ছিল। এই হামলার প্রতিবাদে আগামীকাল ঢাকা শহরে থানায় থানায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হবে।

এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করার আগে নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয় এই সিদ্ধান্ত নিয়ে কর্মসূচি ঘোষণা করেন তিনি। মিছিল ও বিক্ষোভ হবে আগামীকাল।

জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানে তাদের সাথে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে পরিকল্পনা কমিশনের সচিবের গাড়িসহ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে। আর এরকম ঘটনার জন্য দায়ী করা হয় বিএনপির নেতাকর্মীদের। এই দায়ভারে ক্ষিপ্ত দেখা যায় সালাম কে। তিনি নিজেদের নির্দোষ দাবি করে এই দোষ চাপাতে চায় সরকারের ঘাড়ে। আব্দুস সালাম বলেন, এই গাড়ি ভাঙচুরের ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়। এ ঘটনা সরকারের লোকেরা ঘটিয়েছে।

তবে মূল ঘটনা থেকে জানা যায় সদ্য গঠিত বিএনপির কমিটির নেতারা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেয়। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাওয়ার কথা ছিল। সকাল থেকে সেখানে অনেক কর্মী জড়ো হতে শুরু করলে তাদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে তাদের সাথে সংঘর্ষ বেধে যায়।

ঘটনায় পুলিশের গুলি তে ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক গুলিবিদ্ধ হয়ে আহত হন। এক সময় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের কথা থেকে এরকমটাই জানা যায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন