শিরোনাম

প্রচ্ছদ /   পরীমনি ইস্যুতে নতুন মোড় নিল সিটি ব্যাংক ফের বড় বিপদ

পরীমনি ইস্যুতে নতুন মোড় নিল সিটি ব্যাংক ফের বড় বিপদ

Avatar

সোমবার, আগষ্ট ১৬, ২০২১

প্রিন্ট করুন

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমনি ইস্যুতে এবার নড়েচড়ে বসেছে দেশের বেসরকারি ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিটি ব্যাংক। এর আগে সাধারণ ডায়েরির মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার মামলা করেছে ব্যাংকটি। শনিবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন ব্যাংকটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট গাজী এম শওকত হাসান।

গত ৪ আগস্ট ঢালিউড অভিনেত্রী পরীমনিকে বনাননীর বাসা থেকে গ্রেফতার করে র‍্যাব। দীর্ঘ সময় অভিযান চালিয়ে এই অভিনেত্রীকে গ্রেফতার করা হলে তার বাসা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমান বিদেশি মদ, ইয়াবা ও এলসডি সহ আরও বেশ কয়েক ধরনের মাদক। এরপর দুই দফা রিমান্ড শেষে তার জামিন আবেদন করা হলেও তা নাকচ করে দেয়ায় বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন তিনি।

এদিকে পরীমনিকে আটকের পর দেশের বেসরকারি ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিটি ব্যাংকের এক কর্মকর্তার সাথে পরীমনির গোপন সম্পর্ক রয়েছে এমন খবর চাউর হতে থাকে সামাজিক মাধ্যমে। ওই কর্মকর্তা পরীমনিকে একটি গাড়ি উপহার দিয়েছেন বলেও গুঞ্জন উঠে। যদিও এসব কিছু বরাবরই অস্বীকার করে আসছিলেন সিটি ব্যাংকের ওই কর্মকর্তা। এতদিন শুধুমাত্র অস্বীকার কিংবা আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার এই ইস্যুতে মামলা করেছে সিটি ব্যাংক

পরীমনির সাথে নাম জড়িয়ে সিটি ব্যাংকের কর্মকর্তার সম্মান হানি করা হয়েছে ও অপপ্রচার করা হয়েছে মর্মে মামলা করে সিটি ব্যাংক। গুলশান থানায় হওয়া এই মামলার ব্যাপারে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন থানার ওসি আবুল হাসান।

তিনি জানান এজাহারে কারো নাম উল্লেখ  না করলেও বেশ কয়েকজনে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আবুল হাসান বলেন, মামলায় ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইট) অপপ্রচারের অভিযোগ করা হয়েছে। এজাহারে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন