শিরোনাম

প্রচ্ছদ /   চারটি শর্ত মেনে খুলে দেয়া হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান

চারটি শর্ত মেনে খুলে দেয়া হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান

Avatar

রবিবার, আগষ্ট ১৫, ২০২১

প্রিন্ট করুন

আগামী ২১ আগস্ট থেকে সশরীরে শুরু হচ্ছে দেশের মেডিকেল কলেজের ক্লাস এমন খবর জানা গিয়েছে আগেই। তবে নতুন করে জানানো হয়েছে মেডিকেল কলেজ খোলার ক্ষেত্রে মানতে হবে চারটি শর্ত। জাতীয় কারিগরি কমিটির পক্ষ থেকে নতুন চারটি শর্ত আরোপ করা হয়েছে।

গত ১৩ আগস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শর্তগুলোর বিষয়ে জানানো হয়।

প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এমবিবিএস ও বিডিএস কোর্সে দ্বিতীয় বর্ষ ও পঞ্চম ও শেষ বর্ষের ক্লাস চালু করার জন্য চিঠি দিয়েছে কারিগরি কমিটি। সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস চালু করার অনুমতি দেয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ আগামী ২১ আগস্ট বা নিকটবর্তী যেকোনো তারিখ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্সে দ্বিতীয় বর্ষ ও পঞ্চম ও শেষ বর্ষের ক্লাস চালু করার বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির মতামত চেয়ে চিঠি দিয়েছে। চিঠিতে জানানো হয়, ইতোমধ্যে এসব ছাত্র-ছাত্রীদের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।

কমিটির সব সদস্যরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরুত্ব বজায় রেখে শর্ত সাপেক্ষে প্রাথমিকভাবে তারা এসব বর্ষের ক্লাস শুরুর পক্ষে মত দিয়েছেন। একইসঙ্গে কমিটির পক্ষ থেকে ৪টি শর্ত মেনে চলার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তগুলো হলো-

১. ক্লাস শুরুর আগে সব ছাত্র-ছাত্রীদের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ করাতে হবে।

২. সঠিকভাবে মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

৩. হাসপাতালের ওয়ার্ড ক্লাসে ছাত্র ছাত্রীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।

৪. সংক্রমিত ছাত্র-ছাত্রীদের চিকিৎসা এবং তাদের সংস্পর্শে আসা ছাত্র-ছাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে।

বাজারে বিভিন্ন মানের মাস্ক পাওয়া যায়। তবে তিন লেয়ারের সঠিক মাস্ক উৎপাদন ও বিক্রি নিশ্চিত করতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি – বলা হয় একই বিজ্ঞপ্তিতে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন