নতুন করে আবারও দুঃসংবাদ দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। দেশের বেশ কিছু অঞ্চলে ভারী বর্ষণের আভাস দেয়ার পাশাপাশি বজ্র সহ বৃষ্টির আভাসও দেয়া হয়েছে নতুন করে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার খবরে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়নসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একই বিজ্ঞপ্তিতে সিনপটিক অবস্থা বিশ্লেষণ করে আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চলের হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ, উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় রয়েছে।
পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে চলমান এই বৃষ্টি আরো বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী ৫ দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।
শনিবার ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে টাঙ্গাইলে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
উল্লখ্য, গত বেশ কয়েকদিন ধরেই গোটা দেশে চলছে ভারী থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত। টানা এই বৃষ্টিপাতের ফলে দেশের বেশ কিছু অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। এভাবে আরও কিছুদিন চলতে থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হবে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন