শিরোনাম

প্রচ্ছদ /   আসছে দুঃসংবাদ দেখেনিন যেসব অঞ্চলে সতর্কতা সংকেত দিয়েছে হাওয়া দপ্তর

আসছে দুঃসংবাদ দেখেনিন যেসব অঞ্চলে সতর্কতা সংকেত দিয়েছে হাওয়া দপ্তর

Avatar

শনিবার, আগষ্ট ১৪, ২০২১

প্রিন্ট করুন

নতুন করে কোনো সুখবর দিতে পারেনি দেশের আবহাওয়া অধিদপ্তর। চলমান বৃষ্টি আজও অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের বেশ কিছু নদী বন্দর সমূহের জন্য দেয়া হয়েছে সতর্ক বার্তা।

গতকাল (১৩ আগস্ট) আবহাওয়া অফিস তাদের একটি বিজ্ঞপ্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

একই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

অন্যদিকে দেশের বেশ কিছু নদী বন্দরকে সতর্ক করে দেয়া হয়েছে ভিন্ন একটি বিজ্ঞপ্তিতে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখলী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর  দিয়ে  দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক  থেকে  ঘণ্টায়  ৪৫ থেকে ৬০  কিলোমিটার বেগে  অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো  হাওয়াসহ  বৃষ্টি অথবা বজ্রসহ  বৃষ্টি  হতে  পারে। এসব  এলাকার  নদীবন্দর  সমূহকে ১ নম্বর (পুন) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।পরবর্তী দু’দিনে বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে। পরের ৫ দিনের আবহাওয়ার অবস্থা  সামান্য পরিবর্তন হতে পারে।

শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং  মংলা, ফেনী ও কুতুবদিয়ায় সর্বনিম্ন ২৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া শনিবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা তারতম্য দেখা দিতে পারে বলেও জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন