শিরোনাম

প্রচ্ছদ /   ভারী বর্ষণের আভাস দিয়ে যে সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর

ভারী বর্ষণের আভাস দিয়ে যে সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর

Avatar

বৃহস্পতিবার, আগষ্ট ১২, ২০২১

প্রিন্ট করুন

আবারও নতুন করে দুঃসংবাদ দিয়েছে দেশের আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে যখন জনজীবন বিপির্যস্ত তখন আবারও ন্দেশের বেশ কিছু অঞ্চলে ভারী বর্ষণের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হারিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ  ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে বলেও জানানো হয়েছে।

এদিকে ১৩ আগস্ট ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের নদী বন্দরের জন্য সতর্ক সংকেত জারি করা হয়েছে। ভিন্ন একটি বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমুহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন