শিরোনাম

প্রচ্ছদ /   পদ্মাসেতুর পিলারে ধাক্কা নিয়ে মুখ খুললেন ওবায়দুল কাদের

পদ্মাসেতুর পিলারে ধাক্কা নিয়ে মুখ খুললেন ওবায়দুল কাদের

Avatar

বুধবার, আগষ্ট ১১, ২০২১

প্রিন্ট করুন

গত কিছুদিনের মধ্যে দুইবার পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা লেগেছে। যা মোট হিসেবে দাঁড়িয়েছে চারবার। এতে করে সেতুর বড় রকম কোনো ক্ষতি সাধন না হলেও এমন ঘটনা আলোচনার জন্ম দিয়েছে বেশ। সেতুতে ধাক্কা দেয়া ফেরির চালক কিংবা সংশ্লিষ্টর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলেও ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বারবার। ফলে অবশেষে পদ্মাসেতুর পিলারে বারবার ফেরির এমন ধাক্কা লাগা নিয়ে মুখ খুলেছেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদল ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান বারবার পদ্মাসেতুর পিলারে ধাক্কা লাগা স্বাভাবিক কোনো ঘটনা নয়। এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ফেরির ধাক্কা বারবার কেন? একবার নয়, দুবার নয়, চার–চারবার। অদক্ষতার জন্য চালককে শাস্তি দিলেন। চাকরিচ্যুত করলেন। চালকের অদক্ষতা, নাকি নাশকতা, তা খতিয়ে দেখতে হবে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বারবার এ ঘটনা কেন ঘটবে? আমাদের বিষয়টি খতিয়ে দেখা দরকার। এই প্রকল্প নিয়ে ষড়যন্ত্র ছিল, তা এখনো শেষ হয়নি।

পদ্মাসেতু নির্মানের আগে বিশ্বব্যাংক অর্থায়ন করার কথা থাকলেও শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগ এনে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল সংস্থাটি। তবে পদ্মাসেতুর কাজ থেমে থাকেনি। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরি করা হচ্ছে। আগামী জুনের মধ্যে পদ্মাসেতু চালু হবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

তার ভাষ্য, ফেরির ধাক্কা বারবার কেন? একবার নয়, দুবার নয়, চার–চারবার। অদক্ষতার জন্য চালককে শাস্তি দিলেন। চাকরিচ্যুত করলেন। চালকের অদক্ষতা, নাকি নাশকতা, তা খতিয়ে দেখতে হবে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বারবার এ ঘটনা কেন ঘটবে? আমাদের বিষয়টি খতিয়ে দেখা দরকার। এই প্রকল্প নিয়ে ষড়যন্ত্র ছিল, তা এখনো শেষ হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন