টেস্ট র্যাংকিংয়ে উন্নতি হয়েছে টাইগার ওপেনার তামিম ইকবালের। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা তামিমের সাথে উন্নতি হয়েছে তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদেরও।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ দল হেরেছে ১-০ ব্যবধানে। প্রথম ম্যাচ ড্র করতে পারলেও দ্বিতীয় ম্যাচে এসে হারতে হয়েছিল বাংলাদেশকে। দল হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বেশ কয়েকজন ব্যাটসম্যান ও বোলার। এই সিরিজে মুমিনুল হক ও তামিম ইকবাল ব্যাট হাতে পারফর্ম করার পাশাপাশি বল হাতে জাদু দেখিয়েছেন তাইজুল ইসলাম ও পেসার তাসকিন আহমেদ।
লঙ্কার মাটিতে ভালো পারফরম্যান্সের ফল পেয়েছেন তামিম-তাসকিনরা। টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তামিম ইকবালের। ৪ ইনিংসে ব্যাট হাতে ২৮০ রান করার পর তামিম ইকবাল সেরা টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৩০ নম্বর থেকে উঠে এসেছেন ২৭ নম্বরে। তার নামের পাশে রয়েছে ৬১১ রেটিং পয়েন্ট।
বাংলাদেশীদের হয়ে সেরা ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে আছেন মুশফিকুর রহিম। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ২১ নম্বরে থাকা মুশফিকের রেটিং পয়েন্ট ৬৪০।
বর্তমানে টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের উন্নতি হয়েছে ৬ ধাপ। ৫৯০ রেটিং পয়েন্ট নিয়ে টাইগার অধিনায়ক বর্তমানে অবস্থান করছেন সেরা ব্যাটসম্যানদের তালিকার ৩০ নম্বরে।
অন্যদিকে টেস্ট ক্রিকেটে সেরা বোলারদের তালিকায় বাংলাদেশের মধ্যে সবার উপরে রয়েছেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই বোলারের বর্তমান রেটিং পয়েন্ট ৬১১। যা তাকে ঠাই করে দিয়েছে ২৪ নম্বর অবস্থানে।
সাকিব আল হাসান অবশ্য নেমে গেছেন তাইজুলের নিচে। এই সিরিজ না খেলায় তার রেটিং পয়েন্ট কিছুটা কমে দাড়িয়েছে ৫৯৭। ফলে তিনি অবস্থান করছেন র্যাংকিংয়ের ২৭ নম্বর স্থানে।
এই সিরিজে দুর্দান্ত পারফর্ম করা তাসকিন আহমেদ দিয়েছেন বড় লাফ। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত সেরা ১০০ বোলারদের র্যাংকিংয়ে জায়গা করে নেয়া তাসকিন আহমেদ অবস্থান করছেন সেরা টেস্ট বোলারদের তালিকায় ৯৪ নম্বরে। ডানহাতি এই পেসারের রেটিং পয়েন্ট হচ্ছে ১৬১।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন