শিরোনাম

প্রচ্ছদ /   শুরু হচ্ছে বিশ্বসেরা টি২০ লীগ খেলতে যাচ্ছে তিন বাংলাদেশী ক্রিকেটার

শুরু হচ্ছে বিশ্বসেরা টি২০ লীগ খেলতে যাচ্ছে তিন বাংলাদেশী ক্রিকেটার

Avatar

বুধবার, মে ৫, ২০২১

প্রিন্ট করুন

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) যখন করোনায় জর্জরিত তখন মাঝপথে থামাতে হয়েছিল টুর্নামেন্ট। মাঠকর্মী থেকে শুরু করে ক্রিকেটাররা একের পর এক আক্রান্ত হবার পর হুট করেই বন্ধ করে দেয়া হয়েছিল টুর্নামেন্ট। তবে আবারও আগামী ১ জুন থেকে শুরু হতে যাচ্ছে পিএসএলের আসরের বাকি ম্যাচগুলো।

পিএসএলের ২০টি ম্যাচ বাকি থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলো প্রথম বার প্লেয়ার্স ড্রাফট থেকে যে বিদেশি তারকাদের দলে নিয়েছিল তারা এখন আর আসছেন না। ফলে রিপ্লেসমেন্ট হিসেবে নতুন করে প্লেয়ার্স ড্রাফট আয়োজন করে বিদেশি ক্রিকেটারদের কোটা পূরণ করতে হয়েছে দলগুলোকে। নতুন করে হওয়া এই প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশ থেকে পিএসএলে দল পেয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

পিএসএলে দল পেলেও হয়তো সবগুলো ম্যাচ খেলার সুযোগ পাবেন না সাকিব-মাহমুদউল্লাহরা। কেননা জুনে যদি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হয় তাহলে হয়তো কিছু ম্যাচ খেলার সুযোগ পাবেন তারা।

সূচি অনুযায়ী এই ম্যাচগুলোও পাকিস্তানেই আয়োজিত হবে। কিন্তু উপমহাদেশে হঠাৎ করেই করোনার আক্রমণ বৃদ্ধি পাওয়ায় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পাকিস্তানে নয়, বরং সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার দাবি জানিয়েছে ফ্র‍্যাঞ্চাইজিগুলো।

যেই দিনে পিএসএলের ফ্র‍্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার দাবি জানালেন, এই একই দিনে আবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। হঠাৎ করেই গত দুইদিনে আইপিএলে একাধিক ক্রিকেটার ও কর্মীরা আক্রান্ত হওয়ায় ২৯টি ম্যাচের পরে অবশেষে আইপিএল বন্ধ করতেই বাধ্য হলো বিসিসিআই।

একনজরে সাকিবের লাহোর কালান্দার্স ম্যাচের সূচীঃ 

১ জুন – লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাত ৯টা)
৪ জুন – পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স (রাত ৯টা)

৭ জুন – কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম লাহোর কালান্দার্স (রাত ৯টা)
৯ জুন – ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স (রাত ৯টা)

১২ জুন – করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স (রাত ১১টা)
১৪ জুন – মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দার্স (রাত ৯টা)

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন