শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে এখনো দেশে ফেরেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এরই মধ্যেই মিরপুরে শুরু হয়ে গিয়েছে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ মে মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়েছে ইতোমধ্যেই। দেশে থাকা ক্রিকেটাররা যোগও দিয়েছেন অনুশীলনে। আগামী ১৯ মে বায়ো বাবলে ঢুকে যাবেন সব ক্রিকেটাররা। এর আগে লঙ্কানরা বাংলাদেশে আসার পর শেষ করবে কোয়ারেন্টাইন পর্ব।
দুই দলের এই সিরিজটি শুরু হবে আগামী ২৩ মে। প্রথম ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ সেটা এবার দেখে নেয়া যাক।প্রথম ম্যাচে ওপেনিং পজিশনে তামিম ইকবালের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে লিটন দাসকে। টানা ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারকে একাদশের বাইরে রেখে সুযোগ দেয়া হতে পারে ইমরুল কায়েসকে।
তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন/মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশঃ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে অনুষ্ঠিত হবে আগামী ২৩ মে, বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৭ মে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ গুলি শুরু হবে দুপুর একটায়।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন