কোয়ারেন্টাইনে থাকা নিয়ে নতুন করে বড় দুঃসংবাদ পেলেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ভারতে ক’রোনার তীব্র হানার কারনেই সরকারের পক্ষ থেকে বেধে দেয়া হয়েছে নতুন সিদ্ধান্ত।
ইউরোপ ও আমেরিকার দেশগুলো ছাপিয়ে নতুন করে ক’রোনার মৃ’ত্যু’পুরী হয়ে উঠেছে পার্শ্ববর্তী দেশ ভারত। প্রতিদিনই হচ্ছে মৃ’ত্যুর নতুন রেকর্ড সাথে যুক্ত হচ্ছে আক্রান্তের সংখ্যাও। ক’রোনা পরিস্থিতি ভয়াবহ হবার পর এর থেকে রক্ষা পাননি আইপিএল খেলতে যাওয়া ক্রিকেটাররাও। একের পর এক দলের ক্রিকেটাররা আ’ক্রান্ত হবার খবর বন্ধ হয়ে গেছে টুর্নামেন্টের এবারের আসর।
আইপিএলে অংশ নেয়া বিদেশি ক্রিকেটাররা পড়েছেন বেশ বিপাকে। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে দেয়া সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তি যদি ভারত থেকে অন্তত ১৪ দিনের মধ্যে অস্ট্রেলিয়া প্রবেশ করেন তাহলে তাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমান সাথে ৫ বছরের জেলও দেয়া হতে পারে।
এদিকে ভারতের করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান যদি বিশেষ বিমানে করে দেশে আসেন তাহলে তাদের কোয়ারেন্টাইন ইস্যুতে কোনো ছাড় দিচ্ছে না সরকার।
ভারত থেকে আসা অন্যান্য মানুষের মত সাকিব-মুস্তাফিজকেও থাকতে হবে অন্তত ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছিল সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের কোয়ারেন্টাইন কোনোভাবে তিন দিনে নামিয়ে আনা যায় কিনা। তবে বিসিবির এমন আবেদন নাকচ করে দেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গনমাধ্যমে জানিয়েছেন, ‘’ভারত থেকে ফিরে তাদের অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে।‘’
বিসিবির পক্ষ থেকে দেয়া চিঠির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘’বিসিবি আবেদন করেছিল। কিন্তু এক্ষেত্রে সরকারী সিদ্ধান্ত বহাল থাকবে। আমরা না করে দিয়েছি।‘’
প্রসঙ্গত, আগামী ২৩ মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য সাকিব-মুস্তাফিজরা আইপিএল চললেও দেশে চলে আসতে হতো। কেননা নিয়ম অনুযায়ী শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা বায়ো বাবলে ঢুকে যাবেন ১৯ মে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন