শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে টাইগাররা হেরে বসেছে ২০৯ রানের বিশাল ব্যবধানে। প্রথম ম্যাচ ড্র করলেও শেষ ম্যাচে এসে এই পরাজয় বরণ করে নিতে হল বাংলাদেশ দলকে। ফলে ২ ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ দল হেরেছে ১-০ ব্যবধানে।
চতুর্থ দিন ৫ উইকেটে হারিয়ে ১৭৭ রান দিন শেষ করেছিল বাংলাদেশ দল। যদিও আলোকস্বল্পতার কারনে মাঠে গড়ায়নি শেষের দিকে বেশ কয়েক ওভার। পঞ্চম দিনের শুরুতে লিটন দাস এলবিডব্লিউর ফাঁদে পড়েন জয়বিক্রমার বলে। রিভিউ নিয়ে অবশ্য বাঁচার চেষ্টা করেছিলেন তবে এতে কাজ হয়নি। ফলে তাকে ফিরতে হয়েছে ব্যক্তিগত ১৭ রানে।
এরপর ক্রিজে এসে মেহেদি হাসান মিরাজের সাথে মিলে তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ কিছুটা সঙ্গ দেয়ার চেষ্টা করেছিলেন বটে, তবে এতে আর কাজ হয়নি। দশম ব্যাটসম্যান হিসেবে মেহেদি হাসান মিরাজ ব্যক্তিগত ৩৯ রানে জয়বিক্রমার শিকার হলে বাংলাদেশের ইনিংসের ইতি ঘটে ২২৭ রানে। বল হাতে দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট দখলে নিয়েছেন জয়বিরকমা।
দ্বিতীয় ম্যাচ জারের পর এর কারন ব্যাখা করেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। সেইসাথে অধিনায়কের কণ্ঠে ভেসে আসলো প্রথম ম্যাচ নিয়ে আত্মতৃপ্তির কথাও। মুমিনুল হক বলেন, ‘’আমার মনে হয় টস খুবই গুরুত্বপূর্ন ছিল। প্রথম দুইদিন বোলারদের আসলে এখানে তেমন কিছুই করার ছিলো না। এখানে কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতই, কিছুটা আদ্রতা অবশ্য বেশি ছিল।‘’
দ্বিতীয় ম্যাচ হারলেও প্রথম টেস্ট ম্যাচ নিয়ে নিজ খুশি রয়েছেন তিনি। মুমিনুল আরও বলেন, ‘’প্রথম ম্যাচে সবাই যেভাবে খেলেছে আমি এতে খুশি। এই ম্যাচে প্রথম ইনিংসে এখানে আমরা লড়াই করেছি, কিন্তু ম্যাচ হারতে হয়েছে শেষ পর্যন্ত। আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তখন চাপ সামাল দিতেই হবে। প্রথম ইনিংসে ২৫০ রানে অলআউট হবার পরই আমরা এই ম্যাচ হেরে গেছি। আমাদের আরও ভালো ব্যাটিং করা প্রয়োজন ছিল।‘’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন