শিরোনাম

প্রচ্ছদ /   হায়দ্রাবাদকে হারিয়ে যে দুই ক্রিকেটারের প্রশংসা করলেন রাজস্থান অধিনায়ক স্যামসন

হায়দ্রাবাদকে হারিয়ে যে দুই ক্রিকেটারের প্রশংসা করলেন রাজস্থান অধিনায়ক স্যামসন

Avatar

রবিবার, মে ২, ২০২১

প্রিন্ট করুন

প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত আগ্রাসী ব্যাট চালাতে থাকেন রাজস্থান ওপেনার জস বাটলার। দলীয় ১৭ রানে ওপেনার জিসবি জিসওয়াল সাজঘরে ফিরে গেলেও অব্যাহত ছিল বাটলারের তাণ্ডব। অধিনায়ক সাঞ্জু স্যামসনকে নিয়ে এদিন বাটলার গড়েন ১৪০ রানের জুটি।

৩৩ বলে ৪৮ রান করে স্যামসন প্যাভিলিয়নে ফিরলেও ব্যাটিং ঝড় অব্যাহত থাকে বাটলারের। ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে যখন বাটলার ফিরে যাচ্ছেন তখন তার নামের পাশে রয়েছে ৬৪ বল মোকাবেলায় ১২৪ রান। যেখানে ছিল ১১টি চার ও ৮টি ছয়ের মার। বাটলারের আইপিএল ক্যারিয়ারের প্রথম শতকে ভর করে নির্ধারিত  ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ রানের পাহাড়সময় পুঁজি পায় রাজস্থান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল হায়দ্রাবাদও। দুই ওপেনার মানিশ পান্ডে ও জনি বেয়ারস্টো মিলে স্কোরবোর্ডে ৫৭ রান যোগ করার পর এই জুটিতে ফাটল ধরান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ২০ বলে ৩১ রান করা মানিশকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভারে মাত্র ৩ রান দিয়েই নেন একটি উইকেট।

মিডল অর্ডারে থিতু হতে পারেননি কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর কিংবা মোহাম্মদ নবীরা। নির্ধারিত ২০ ওভারে  শেষ পর্যন্ত হায়দ্রাবাদ থামেবল হাতে এদিন দুর্দান্ত হিলেন মুস্তাফিজ।  ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভারে মানিশকে বোল্ড করার পর নিজের তৃতীয় ওভারে এসেও ৩ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজ। ইনিংসের ১৮তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে এসে রশিদ খানকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন বাঁহাতি এই পেসার। ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজ।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৫৫ রানে জয়ের পর রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসন বলেন, ” এই ম্যাচ জিতে খুবই ভালো লাগছে। আমরা শুরু থেকেই আক্রমণ করছিলাম। প্রথমে আমরা এক উইকেট হারালেও বাটলার সেখানে সাহসিকতার পরিচয় দিয়ে রানের গতি বাড়িয়েছে। বাটলার দুর্দান্ত খেলেছে। আমরা বুঝতে পেরেছিলাম প্রথম ইনিংসে ২২০ রান করা মানে প্রতিপক্ষকে অনেকটা চাপে ফেলে দেয়া।”

নিজ দলের বোলারদের প্রসঙ্গে স্যামসন বলেন, “আমাদের দলের বোলারদের কাজটা সহজ করে দিয়েছেন ব্যাটসম্যানরা। মুস্তাফিজ অসাধারণ বল করেছে আজকে। এই জয়ের অনুপ্রেরণা আমাদের পরবর্তী ম্যাচে কাজে লাগবে অবশ্যইম আমাদের এখনও বেশ কিছু ম্যাচ বাকি। ভালো করেই আমরা জিততে চাই।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন