বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে প্রথম ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। তৃতীয় দিনের প্রথম সেশনে এই ইনিংস ঘোষণা করে তারা।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ ড্র করার পর সিরিজের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে মুখোমুখি হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম দিনে টাইগার ফিল্ডারদের একাধিক ক্যাচ মিসের কারনে মাত্র ১ উইকেট হারিয়ে দ্রুতগতিতে রান তুলেছিল লঙ্কানরা। প্রথম দিনে সাফল্য কেবল শরিফুল ইসলামের ১ উইকেট।
ম্যাচের দ্বিতীয় দিনে এসে অবশ্য টাইগার বোলারদের ক্ষুরধার বোলিংয়ে খুব বেশি দূর যেতে পারেনি লঙ্কানরা। দ্বিতীয় দিনে ৯ উইকেট হাতে রেখে ২৯১ রান নিয়ে মাঠে নামা লঙ্কানদের ব্যাটিং অর্ডারে একের পর এক আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ।
দ্বিতীয় দিনে এসে তাসকিন নিজের প্রথম শিকারে পরিণত করেন ১৪০ রানের ইনিংস খেলা লাহিরু থিরিমান্নেকে। এরপর খানিক বিরতি নিয়ে এবার তাসকিনের দ্বিতীয় শিকারে পরনত হন এঞ্জেলো ম্যাথিউস।
তাসকিনের সাথে এদিন বল হাতে উইকেটের দেখা পান মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামও। আগের ম্যাচে শতক হাঁকানো ধনঞ্জয়া ডি সিলভাকে তুলে নেন তাইজুল ইসলাম। এরপর দ্বিতীয় দিনে নিজের তৃতীয় শিকার হিসেবে পাথুম নিশাঙ্কাকাকে আবারও সাজঘরে ফেরত পাঠান তাসকিন। লঙ্কানদের ষষ্ঠ উইকেটের পতন ঘটান মেহেদি হাসান মিরাজ। ৮১ রান করা ওশাদা ফার্নান্দোকে সাজঘরে ফেরত পাঠানোর পর চা বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে অবশ্য খেলা হয়নি বৃষ্টির বাগড়ায়।
প্রায় এক সেশন বাকি থাকলেও দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছিল শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে ৪৬৯ রান করলে। এরপর ত্ররতিইয় দিনের প্রথম সেশনে আবারও শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামলে ইনিংসে নিজের চতুর্থ শিকারের দেখা পান তাসকিন আহমেদ। এরপর লঙ্কানরা ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে।
লঙ্কানদের ৪৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল টাইয়াগ্ররা। আগের ম্যাচের মত এই ম্যাচের প্রথম ইনিংসেও দ্রুতগতির ব্যাট চালাতে থাকেন তামিম। মাত্র ৫৭ বল মোকাবেলায় তামিম তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৩১তম ফিফটি।
তামিমকে অবশ্য যোগ্য সঙ্গ দিতে পারেননি বাকিরা। ওপেনার সাইফ হাসান এদিন ফিরে গেছেন মাত্র ২৫ রানে। এছাড়া প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে খালি হাতে ফেরা নাজমুল হোসেন শান্ত এই ইনিংসেও কোনো রান না করেই ফিরে গেছেন রামেশ মেন্ডিসের শিকার হয়ে।
প্রথম সেশন শেষে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেট হারিয়ে ৯৯ রান। তামিম অপরাজিত আছেন ৭০ রান নিয়ে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন