শিরোনাম

প্রচ্ছদ /   শক্তিশালী ব্যঙ্গালুরুকে হারিয়ে পয়েন্ট টেবিল পাল্টে দিল পাঞ্জাব দেখেনিন সর্বশেষ তালিকা

শক্তিশালী ব্যঙ্গালুরুকে হারিয়ে পয়েন্ট টেবিল পাল্টে দিল পাঞ্জাব দেখেনিন সর্বশেষ তালিকা

Avatar

শুক্রবার, এপ্রিল ৩০, ২০২১

প্রিন্ট করুন

কে এল রাহুলের দায়িত্বশীল ব্যাটিং এর পর রবি বিষ্ণয় ও হারপ্রিত ব্রারের বোলিং তোপে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কে ৩৪ রানে হারিয়েছে পাঞ্জাব কিংস।টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে পাঞ্জাবের ব্যাটসম্যানদের চাপে রাখে ব্যাঙ্গালোরের বোলাররা। ৭ রানে প্রভসিম্রান কে ফিরিয়ে দেয় জেমিসন। এতে বরং লাভ হয় পাঞ্জাবের।

ক্রিস গেইল নেমেই চড়াও হয় ব্যাঙ্গালোরের বোলারদের উপর। এক ওভারেই মারে ৫ টি চার। ২ ছয় থেকে শেষ পর্যন্ত ৪৬ করে গেইল বিদায় নেয় ড্যানিয়েল স্যামসের বলে। এরপর নিকোলাস পুরান ও দিপক হুদা ও শাহরুখ খান দ্রুত ফেরত গেলে বড় সংগ্রহে ধাক্কা খায় পাঞ্জাবের। অপর প্রান্তে অর্ধ শতক তোলে কে এল রাহুল। শেষ পর্যন্ত তার ঝড়ে তারা সংগ্রহ করে ৫ উইকেটে ১৭৯ রান। ৫৭ বলে ৯১ রান করে রাহুল।

১৮০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু টা ভালো হয় না ব্যাঙ্গালোরের। মেরেদিথ তুলে নেয় পাডিক্কালের উইকেট। এরপর বিরাট কোহলি ও পাটিদার শুরু করে ধীরগতির ব্যাটিং। পাওয়ার প্লে শেষ করে ৩৬ রানে, তাতে প্রেসার বাড়তে থাকে তাদের। প্রথম ১০ ওভার শেষ করে মাত্র ৬২ রানে।

হারপ্রিত ব্রারারের বলে কোহলি বিদায় নেয় মাত্র ৩৪ বলে ৩৫ রান করে! পরের বলেই ম্যাক্সওয়েল কে ফেরত পাঠান তিনি। এবি ডি ভিলিয়ার্স কে ৩ রানে হারপ্রিত ফেরালে কার্যত এখানেই ম্যাচ টি শেষ হয়ে যায়। শেষ দিকে হার্শা প্যাটেল শুধু রানের ব্যবধানই কমিয়েছে তাতে শেষ পর্যন্ত তারা হেরে যায় ৩৪ রানে।

একনজরে আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল-

ফাইল ছবি

সংক্ষিপ্ত সংগ্রহ :-

পাঞ্জাব কিংস ১৭৯-৫

কে এল রাহুল ৯১*
ক্রিস গেইল ৪৫

জেমিসন ৩২-২

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৪৫-৮

বিরাট কোহলি ৩৪ (৩৩)
হার্শা প্যাটেল ৩১ (১৩)

রবি বিষ্ণয় ১৭-২ (৪)
হারপ্রিত ব্রার ১৯-৩ (৪)

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন