টানা ম্যাচ হারে পয়েন্ট টেবিলে নড়বড়ে অবস্থা অপরদিকে দলের ক্রিকেটারদের হতাশাজনক পারফরম্যান্সে যেন ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে কলকাতা নাইট রাইডার্স। সাকিবকে বদলে নারাইনকে দলে নিয়ে ভাগ্যের চাকা ঘুরানোর যে অপচেষ্টা করেছিল নাইট টিম ম্যানেজমেন্ট সেটাও হয়েছে গুড়েবালি।
এখন পর্যন্ত প্রথম লেগের সবগুলো ম্যাচ অর্থাৎ সব দলের সাথেই একবার করে মুখোমুখি হয়েছে নাইটরা। ৭ ম্যাচে তাদের জয়ের খাতায় কেবল যোগ হয়েছে ২ জয়। বাকি ৫ ম্যাচে হার জুটেছে নাইটদের কপালে। সর্বশেষ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ হারের পর আবারও দলে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম।
দিল্লির বিপক্ষে ম্যাচ হারের পর ম্যাককালাম বলেন, ‘’এটা খুবই হতাশাজনক। আমার মনে হয়, একজন প্লেয়ার হিসেবে, তোমাকে বাছাই করা হচ্ছে যখন, তখন স্বাধীনতা, আত্মবিশ্বাস, আনুগত্য দেওয়া হচ্ছে। যাতে তুমি মাঠে আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে পারো। এবং টিমকে সাফল্য এনে দিতে পারো। এটাই আমি এবং আমার অধিনায়ক (ইয়ন মরগান) প্লেয়ারদের বুঝিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই রেজাল্ট পাইনি। আমাদের যেটা খুবই প্রয়োজন, সেটাই পাচ্ছি না।‘’
ক্রিকেটারদের স্বাধীনতা দেয়া হলেও তারা পারফরম্যান্স করতে ব্যর্থ এমনটা জানিয়ে ম্যাককালাম আরও বলেন, ‘’আমরা যেটা পৃথ্বী শ’র মধ্যে দেখতে পেলাম। আমরা যে রকম চাই, ঠিক সে রকম নিখুঁত ভাবে টিমের জন্য ও খেলেছে। হয়তো তুমি প্রতিটা বলে চার বা ছয় মারতে পারবে না। কিন্তু সেটা করার ইচ্ছেটুকু অন্তত থাকবে। বিশেষত যখন তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে। কিন্তু তুমি যখন রান কর না, তখন খেলাটা খুবই কঠিন হয়ে যায়। আমরা সে ভাবে কোনও শটই খেলতে পারিনি।‘’
আগামী ম্যাচে পরিবর্তনের কথা জানিয়ে নাইটদের হেড কোচ যোগ করেন, ‘’যদি একজন মানুষকে পাল্টানো না যায়, তা হলে তাঁকে বদলে ফেলতে হবে। স্বভাবতই পরের ম্যাচে কিছু পরিবর্তন করতে হবে। কিছু নতুন প্লেয়ার দলে ঢুকবে। যারা চেষ্টা করবে রেজাল্ট দিতে।‘’
আগামী ম্যাচে কলকাতার একাদশে পরিবর্তন যদি অন্তত ১টি হয় তাহলে সেটা যে সুনীল নারাইন হচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না। কেননা ৪ ম্যাচে মোট ১০ রান নিয়ে নারাইনের সময়টা যে পক্ষে কথা বলছে না তার। তাই নারাইনের বদলি ক্রিকেটার হিসেবে হয়তো দেখা যাবে সাকিব আল হাসানকে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন