শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশ বনাম শ্রীলঙ্কাঃ দ্বিতীয় দিন শেষে দেখেনিন সর্বশেষ স্কোর

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কাঃ দ্বিতীয় দিন শেষে দেখেনিন সর্বশেষ স্কোর

Avatar

শুক্রবার, এপ্রিল ৩০, ২০২১

প্রিন্ট করুন

দ্বিতীয় দিনে একের পর এক সাফল্য বয়ে আনছেন টাইগার বোলাররা। প্রথম দিনে মাত্র ১ উইকেট দখলে নিলেও দ্বিতীয় দিনে এসে লঙ্কান ব্যাটসম্যানদের চেপে ধরেন তাসকিন-মিরাজরা।

লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। প্রথম দিনে বাংলাদেশ দলের পক্ষে একমাত্র উইকেটটি দখলে নিয়েছিলেন শরিফুল ইসলাম। ২৯১ রানে ১ উইকেট হারানো শ্রীলঙ্কা দ্বিতীয় দিনের প্রথম সেশনেই হারায় সেঞ্চুরি হাঁকানো লাহিরু থিরিমান্নের উইকেট। আগের দিন তাসকিনের বলে শান্ত ক্যাচ মিস করলেও থিরিমান্নের ক্যাচ ঠিকই লুফে নেন উইকেটরক্ষক লিটন দাস।

১৪০ রান করা থিরিমান্নেকে তাসকিন শিকার করার পর সেট হবার আগেই আবারও এঞ্জেলো ম্যাথিউসকেও সাজঘরে ফেরত পাঠান তাসকিন। ডানহাতি এই পেসারের জোড়া আঘাতের পর এবার পালা স্পিনারদের। দলীয় ৩২৮ রানে আগের ম্যাচে শতক হাঁকানো ধনঞ্জয়া ডি সিলভাকে মাত্র ২ রানেই শান্তর ক্যাচে পরিণত করেন তাইজুল ইসলাম।

ওশাদা ফার্নান্দোর সাথে অবশ্য জুটি জমিয়ে তোলার চেষ্টা করেছিলেন পাথুম নিশাঙ্কা। তবে সেই জুটি দীর্ঘ হতে দেননি তাসকিন আহমেদ। দুর্দান্ত এক ডেলিভারিতে নিশাঙ্কাকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন তাসকিন।

ধীরে ধীরে শতকের দিকে এগিয়ে যেতে থাকা ওশাদা ফার্নান্দোকে নিজের প্রথম শিকারে পরিনত করেন মেহেদি হাসান মিরাজ। টানা বল করে ম্যাচের প্রথম সাফল্যের দেখা পান মিরাজ। ৮১ রান করা ফার্নান্দোকে এদিন উইকেটরক্ষকের ক্যাচে পরিণত করেছিলেন মিরাজ।

দ্বিতীয় দিন শেষে নিরোশান দিকভেল ৬৪ এবং রামেশ মেন্ডিস ২২ রান করে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। এছাড়াও শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ নিয়েছেন একটি করে উইকেট।৬ উইকেট হারিয়ে ৪৬৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন