শিরোনাম

প্রচ্ছদ /   তলানিতে হায়দ্রাবাদ দেখেনিন আইপিএলের পয়েন্ট টেবিলে সাকিব মুস্তাফিজদের অবস্থান

তলানিতে হায়দ্রাবাদ দেখেনিন আইপিএলের পয়েন্ট টেবিলে সাকিব মুস্তাফিজদের অবস্থান

Avatar

শুক্রবার, এপ্রিল ৩০, ২০২১

প্রিন্ট করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে সবচেয়ে দুর্দশার চিত্র দেখতে হচ্ছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্সকে। খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালসও।

ইতোমধ্যেই শেষ হয়েছে আইপিএলের ২৫টি ম্যাচ। এই ২৫ ম্যাচ শেষে দেখে নেয়া যাক পয়েন্ট টেবিলের হালচাল।

দুর্দান্ত ফর্মে থাকা চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত আসরে খেলেছে ৬টি ম্যাচ। এই ছয় ম্যাচে চেন্নাইর হার কেবল মাত্র ১ ম্যাচে। ফলে ৫ ম্যাচ জিতে চেন্নাইর নামের পাশে রয়েছে ১০ পয়েন্ট। নিট রানরেটে এগিয়ে থেকে চেন্নাই রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে।

টেবিলের দুই নম্বর অবস্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। রিশাব পান্তের অধিনায়কত্বে থাকা দলটি এবারের আসরে নিজেদের প্রথম লেগের ৭টি ম্যাচেই মাঠে নেমেছে। যেখানে ২ হারের বিপরীতে তাদের জয় রয়েছে ৫ ম্যাচে। চেন্নাইর সমান ১০ পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে থাকার কারনে তাদের অবস্থান টেবিলের দুই নম্বরে।

দুর্দান্ত ফর্মে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরু। ৬ ম্যাচে কোহলির দলের জয়ের সংখ্যাও ৫টি। তবে রানরেটে কিছুটা পিছিয়ে থাকায় তাদের অবস্থান ৩ নম্বরে।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের এখন পর্যন্ত জয় এবং হারের সংখ্যা সমান। ৬ ম্যাচে ৩ জয় ও ৩ হারে মুম্বাইর পাশে রয়েছে ৬ পয়েন্ট। ফলে তাদের অবস্থান টেবিলের চতুর্থ স্থানে।

পঞ্চম স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত প্রথম লেগের সব কয়টি ম্যাচই খেলে ফেলেছে। ৭ ম্যাচে নাইটরা জিতেছে মাত্র ২ ম্যাচে। সাকিব আল হাসানের দলের অধিনায়ক থেকে শুরু করে মিডল অর্ডারে ব্যাটসম্যানদের ল্যাজেগোবরে অবস্থার কারনি মূলত টানা হার এখতে হয়েছে দলটিকে। ৪ পয়েন্ট নিয়ে তাই তাদের অবস্থান ৫ নম্বরে।

পয়েন্ট টেবিলের ৬ ও ৭ নম্বরে থাকা পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের পয়েন্ট সমান ৪। দুই দলই এখন পর্যন্ত নিজেদের ৬টি ম্যাচ খেলে ফেলেছে। যেখানে সমান সংখ্যক দুই জয় নিয়ে তাদের নামের পাশে রয়েছে ৪ পয়েন্ট করে।

টেবিলের তলানির দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের আসরটা মোটেও ভালো কাটাতে পারছে না। ভালো মানের বিদেশি ক্রিকেটার থাকলেও এখন পর্যন্ত তারা জিতেছে মাত্র ১ ম্যাচ। ৬ ম্যাচে বাকি ৫ হারে তাদের রয়েছে মাত্র ২ পয়েন্ট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন