শিরোনাম

প্রচ্ছদ /   নারিনের টানা ব্যার্থতা বেঙ্গালুরুর বিপক্ষে সাকিবকে একাদশে রাখা হবে কিনা জানালো কলকাতা

নারিনের টানা ব্যার্থতা বেঙ্গালুরুর বিপক্ষে সাকিবকে একাদশে রাখা হবে কিনা জানালো কলকাতা

Avatar

শুক্রবার, এপ্রিল ৩০, ২০২১

প্রিন্ট করুন

পৃথ্বি শ এর ঝড়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজকে ৭ উইকেটের এক বড় পরাজয় পেয়েছে সাকিব আল হাসান বিহীন কলকাতা নাইট রাইডার্স। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিং এ শুরু থেকে তারা করতে পারলেও গতি ছিল না খুব একটা।

তবে মাঝে ললিত যাদবের বোলিং আটকে দেয় তাদের রান করা। হঠাৎ ৪ টি উইকেট হারিয়ে বসে তারা। অধিনায়ক মরগান ও সুনীল নারিন রানের খাতাই খুলতে পারেনি। নারিন বিদায় নেয় প্রথম বলেই।এরপর শেষ দিকে রাসেল ঝড়ে শেষ পর্যন্ত তারা সংগ্রহ করে ১৫৪ রান।

ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমে অনায়েসেই দল কে জয়ের দিকে এগিয়ে নেয় পৃথ্বি শ ও ধাওয়ান। এক ওভারে রেকর্ড ৬ টি চার মারে পৃথ্বি ‘শ। শেষ পর্যন্ত তার ৮২ রানে ভর করে ৭ উইকেট হাতে রেখে সহজ জয় পায় দিল্লি ক্যাপিটালস। এই পরাজয়ে পয়েন্ট তালিকায় ৬ নাম্বারেই থেকে গেল কলকাতা।

এই ম্যাচ হারের পর অধিনায়ক মরগান জানিয়েছে আগামী ম্যাচে দল পরিবর্তনের কথা। তিনি জানান এভাবে খেলতে থাকলে তাদের প্লে অফের আশা শেষ হয়ে যাবে। তাই দলে পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে নতুন করে সুযোগ পাবে কুলদ্বীপ যাদব যিনি এবারের আইপিএলে সুযোগই পান নি ও সাকিব আল হাসান।

সুনীল নারিন কে অল রাউন্ডার হিসেবে নিলেও তিনি ব্যাট হাতে চরম ব্যর্থ পাশাপাশি আজকে বাজে বোলিং করেছে। তাই পরের ম্যাচে তাকে বসিয়ে সাকিব কে দলে নিতে পারে কলকাতা।আজকের পরাজয়ে ৭ ম্যাচ হতে মাত্র দু টি জয় এসেছে তাদের, তাতে ধীরে ধীরে ফিকে হচ্ছে প্লে অফ খেলার স্বপ্ন! পরিবর্তী ম্যাচে তাদের পরিবর্তিত একাদশ:-

কলকাতা নাইট রাইডার্স:-

নিতিশ রানা, সুবমান গিল, রিংকু সিং, ইয়ন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেট কিপার), সাকিব আল হাসান, প্যাট কামিন্স, কুলদ্বীপ যাদব, প্রসীদ কৃষ্ণা, ভরুন চক্রবর্তী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন