শিরোনাম

প্রচ্ছদ /   সাকিবকে ছেড়ে নারিন দিল্লীর সাথে ম্যাচ হেরে যাকে দুষলেন কলকাতার অধিনায়ক মরগান

সাকিবকে ছেড়ে নারিন দিল্লীর সাথে ম্যাচ হেরে যাকে দুষলেন কলকাতার অধিনায়ক মরগান

Avatar

বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১

প্রিন্ট করুন

পৃথ্বি শ এর ঝড়ে কলকাতা নাইট রাইডার্স কে ৭ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। কলকাতার দেয়া ১৫৫ রানের লক্ষ্য ২১. বল হাতে রেখেই টপকে যায় দিল্লি।

প্রথমে টসে জিতে কলকাতা নাইট রাইডার্স কে ব্যাট করতে পাঠায় দিল্লি ক্যাপিটালস অধিনায়ক রিশাব পান্ট। দলীয় ২৫ রানে নিতিশ রানা ফেরত যায় আক্সার প্যাটেলের বলে। রাহুল ত্রিপাতি এসে ধীরে ব্যাট করে তারে সঙ্গ দেয় সুবমান গিল। স্টোইনিস এর বলে ত্রিপাতি ১৯ করে বিদায় নেয়।

লালিত যাদবের এক ওভারে কোন রান ছাড়াই বিদায় নেয় অধিনায়ক মরগান ও সুনীল নারিন।এরপর সুবমান গিল যখন ব্যক্তিগত ৪৩ রানে বিদায় নেয় তাতে হঠাত ৬৬-১ থেকে ৮৫-৫ হয়ে গেলে চাপে পরে যায় কলকাতা। তবে শেষ দিকে আন্দ্রে রাসেলের ঝড়ে সম্মানজনক স্কোর পায় কলকাতা। ২৭ বলে ৪ ছয় ও দুই চারে তার ব্যাট হতে আসে ৪৫ রান। তাতে শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫৪। ললিত যাদব তুলে নেয় ২ উইকেট মাত্র ১৩ রান দিয়ে।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২য় ওভারে এদিন রেকর্ড গড়ে পৃথ্বি শ। সিবাম মাভির এক ওভারেই মারে ৬ টি চার, যা আইপিএলে রান তাড়া করতে নেমে প্রথম ক্রিকেটার হিসেবে ৬ বলে ৬ টি চার! এরপর আর পিছনে ফিরে তাকায় নি দিল্লি ক্যাপিটালস। পাওয়ার প্লে তে উইকেট না হারিয়ে দুজন মিলে রান তোলে ৬৭।

এরপর অর্ধ শতক তুলে নেয় পৃথ্বি শ যা আইপিএলে তার ৯ম। এরপর শত রানের পার্টনারশিপ গড়ে যখন দল কে জয়ের শেষ দিকে নিয়ে যায় তখন বিদায় নেয় দুই ওপেনার। তবে তাতেও তাদের জয় আটকে থাকেনি। শেষ পর্যন্ত তারা জয় পায় ৭ উইকেটে।

ম্যাচ হারের পর হতাশা প্রকাশ করে মরগান বলেন, ‘’খুবই হতাশ। ব্যাট হাতে আমরা খুবই ধীরগতির ছিলাম। মিডল অর্ডারে রাসেলের দুর্দান্ত ব্যাটিংয়ের কারনেই আমরা ১৫০ এর কোটা পার হতে পেরেছি। বলগুলো একদম স্লো ছিল।‘’

ব্যাট হাতে কলকাতাকে লণ্ডভণ্ড করে দেয়া পৃথ্বী শ এর প্রশংসা করে মরগান আরও বলেন,

‘’শ খুবই ভালো খেলেছে, আমরা কিছুই করতে পারিনি। আমরা কোনো বিভাগেই ভালো ছিলাম না। নতুন বলে কামিন্সকে বল করানো আমাদের পরিকল্পনারই সংশ ছিল। মাভি আগের ম্যাচে দুর্দান্ত বল করেছিল। শুধু আজকেই ভালো করতে পারেনি। ড্রেসিংরুমে আমাদেরকে আরও বাস্তববাদী হতে হবে। একে অপরের সাথে পরিকল্পনা করতে হবে। আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারব। আমাদের দলে প্রতিভাবান অনেক ক্রিকেটার আছে।‘’

সংক্ষিপ্ত স্কোর :-

কলকাতা নাইট রাইডার্স ১৫৪-৬ (২০)
সুবমান গিল ৪৩
আন্দ্রে রাসেল ৪৫

ললিত যাদব ১৩-২

দিল্লি ক্যাপিটালস ১৫৬-৩

পৃথ্বি শ ৮২

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন