শিরোনাম

প্রচ্ছদ /   লজ্জাজনক আরো এক ম্যাচ হেরে সরাসরি যাকে দোষলেন মরগান

লজ্জাজনক আরো এক ম্যাচ হেরে সরাসরি যাকে দোষলেন মরগান

Avatar

বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১

প্রিন্ট করুন

আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্স নিজেদের পঞ্চম হার দেখে বসেছে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে। ৭ ম্যাচের মধ্যে ৫ ম্যাচেই হেরে বসে এখন টুর্নামেন্টের প্লে অফ থেকে ছিটকে যাবার শঙ্কায় রয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স।

নিজেদের সপ্তম ম্যাচে কলকাতা ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে দিল্লি ক্যাপিটালসের কাছে। দলের এমন বিপর্যয়ের পর এর কারন ব্যাখ্যা করেছেন নাইট অধিনায়ক। তার মতে ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই ভালো করতে পারেনি দল।

ম্যাচ হারের পর হতাশা প্রকাশ করে মরগান বলেন, ‘’খুবই হতাশ। ব্যাট হাতে আমরা খুবই ধীরগতির ছিলাম। মিডল অর্ডারে রাসেলের দুর্দান্ত ব্যাটিংয়ের কারনেই আমরা ১৫০ এর কোটা পার হতে পেরেছি। বলগুলো একদম স্লো ছিল।‘’

ব্যাট হাতে কলকাতাকে লণ্ডভণ্ড করে দেয়া পৃথ্বী শ এর প্রশংসা করে মরগান আরও বলেন, ‘’শ খুবই ভালো খেলেছে, আমরা কিছুই করতে পারিনি। আমরা কোনো বিভাগেই ভালো ছিলাম না। নতুন বলে কামিন্সকে বল করানো আমাদের পরিকল্পনারই সংশ ছিল। মাভি আগের ম্যাচে দুর্দান্ত বল করেছিল। শুধু আজকেই ভালো করতে পারেনি। ড্রেসিংরুমে আমাদেরকে আরও বাস্তববাদী হতে হবে। একে অপরের সাথে পরিকল্পনা করতে হবে। আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারব। আমাদের দলে প্রতিভাবান অনেক ক্রিকেটার আছে।‘’

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাকিব আল হাসানের বদলে মাঠে নামা সুনীল নারাইন। আগের ম্যাচগুলোতেও টানা ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা নারাইন চার ম্যাচে সাকুল্যে করেছেন মাত্র ১০ রান। যেখানে তার ইনিংস সর্বোচ্চ রান মাত্র ৬। এছাড়া বল হাতেও দিল্লির বিপক্ষে ম্যাচে ছিলেন অন্যান্য ম্যাচের মতই ব্যর্থ। এই ম্যাচে ৪ ওভার বল করে নারাইন একাই খরচ করেছেন ৩৬ রান।

প্রথমে ব্যাটিং করতে নামা কলকাতার টপ অর্ডারে নিতিশ রানা, শুভম্যান গিল কিংবা রাহুল ত্রিপাঠিরা স্বল্প রান করে দিয়ে গেলেও মিডল অর্ডারে ব্যর্থ ছিলেন মরগান কিংবা নারাইনরা। শেষের দিকে অবশ্য আন্দ্রে রাসেল ২৭ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলের রান ১৫৪ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন।

১৫৫ রানের মাঝারী লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকি কলকাতার বোলারদের তলোধুনো করতে থাকেন দিল্লির ওপেনার পৃথ্বী শ। ৪১ বলে তার ৮ রানের ইনিংসের সাথে শিখর ধাওয়ানের ৪৬ রানে ভর করে ৭ উইকেটের জয় পায় দিল্লি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন