শিরোনাম

প্রচ্ছদ /   দূর্দান্ত খেলেও মুম্বাইর কাছে হেরে সরাসরি যাকে দোষলেন রাজস্থান অধিনায়ক স্যামসন

দূর্দান্ত খেলেও মুম্বাইর কাছে হেরে সরাসরি যাকে দোষলেন রাজস্থান অধিনায়ক স্যামসন

Avatar

বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১

প্রিন্ট করুন

আইপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হেরে বসেছে মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। মুম্বাইর কাছে বড় হারের পর এর কারন ব্যাখ্যা করেছেন রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসন।

রাজস্থান অধিনায়কের মতে প্রথমে ব্যাটিং করে আরও অন্তর ২০ থেকে ২৫ রান বেশি করতে পারলে হয়তো ফলাফল তাদের পক্ষেই কথা বলতো।

ম্যাচ হারের পর স্যামসন বলেন, ‘’আমাদের অন্তত ২০-২৫ রান কম হয়ে গেছে। আমরা স্কোরবোর্ডে বেশি রান যোগ ক্রতে পারিনি। আমার মনে হয় তাদের বোলিং লাইনআপ খুবই ভালো ছিল। আমাদের দলের বোলাররাও ভালো করেছে। আমরা আরও ভালো পারফরম্যান্স করেই এগিয়ে যেতে চাই।।‘’

নিজ দলের বোলারদের প্রশংসা করে স্যামসন আরও বলেন, ‘’এখন পর্যন্ত আমাদের বোলাররা ভালো করছে। এটি খুব ভালো উইকেট ছিল বোলারদের জন্য। আমাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। ইতিবাচক ক্রিকেট খেলতে চাই সামনের ম্যাচগুলোতে।‘’

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল রাজস্থান রয়্যালস। ওপেনিং জুটিতে ৬৬ রান যোগ করার পর সাজঘরে ফিরে যান ৩২ বলে ৪১ রান করা জস বাটলার। দলীয় ৯১ রানে জিসবি জিসওয়াল সাজঘরে ফিরে যাবার পরই মূলত রাজস্থানের রানের গতি কমতে থাকে। ২৭ বলে ৪২ রান করে সাঞ্জু স্যামসন বিদায় নিলেও শিভাম দুবের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৫ রানের ধীরগতির ইনিংস। শেষের দিকে ডেভিড মিলার ও রিয়ান পরাগের ছোট ছোট সংগ্রহে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে রাজস্থান স্কোরবোর্ডে যোগ করে ১৭১ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনে করে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ১৭ বলে ১৪ রানের ইনিংস খেলে রোহিত শর্মা বিদায় নিলেও ব্যাট হাতে তাণ্ডব চালান আরেক ওপেনার কুইন্টন ডি কক। ক্রুনাল পান্ডিয়াকে সাথে দলকে জয়ের দিকে নিতে থাকেন ডি কক। এই দুই ব্যাটসম্যানের সামনে পাত্তা পায়নি রাজস্থানের বোলাররা। শেষ পর্যন্ত ৫০ বলে ৭০ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ডি কক।

মুস্তাফিজুর রহমানও এদিন ছিলেন খরুচে। ৩ ওভার ৩ বল করে ১টি উইকেট নিলেও কাটার মাস্টার এদিন খরচ করেছেন ৩৭ রান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন