জয়ের ধারা বজায় রাখতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। টানা হারের বৃত্ত থেকে বের হওয়া নাইটরা গত ম্যাচ জিতে রয়েছে কিছুটা ফুরফুরে মেজাজে।
কলকাতা নাইট রাইডার্স এবারের আসরে এখন পর্যন্ত মাঠে নেমেছে ৬ ম্যাচে। যেখানে মাত্র ২টি জয়ের বিপরীতে নাইটদের হার রয়েছে চার ম্যাচে। ২ ম্যাচ জিতে ৪ পয়েন্ট পাওয়া কলকাতা এখন অবস্থান করছে পয়েন্ট টেবিলের ৫ নম্বর অবস্থানে।
কলকাতার ব্যাটিং বিভাগে ফর্মে ফিরেছেন দলটির অধিনায়ক ইয়ন মরগান। শুরু থেকেই টানা ব্যর্থতার বৃত্তে থাকা মরগান গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৪৭ রানের ইনিংস। যা ম্যাচ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকাও পালন করেছিল।
নাইট একাদশে চার বিদেশি ক্রিকেটারের পরিবর্তন হবার সম্ভাবনা রয়েছে। প্রথম তিন ম্যাচে সাকিব আল হাসানকে দলে নিলেও পরের তিন ম্যাচে টিম ম্যানেজমেন্ট বেছে নিয়েছে সুনীল নারাইনকে। সাকিব ব্যাট-বলে গড়পড়তা পারফরম্যান্স করলেও নারাইনের পারফরম্যান্স ছিল যথেষ্ট বাজে। কোনো ম্যাচেই দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি নিজের রান। মিডল অর্ডারে তার উপর আস্থা রাখলেও বরাবরই ব্যর্থ ছিলেন তিনি। ফলে দিল্লির বিপক্ষে ম্যাচে একাদশ থেকে ছিটকে যেতে পারেন নারাইন। বিকল্প হিসেবে সাকিবের বোলিং ও মিডল অর্ডারে তার ব্যাটিংয়ের সুবিধাটাও নিতে চাইবে নাইটরা।
একাদশে চার বিদেশি ক্রিকেটারের মধ্যে মরগান ও সাকিব ছাড়া বাকি দুই ক্রিকেটার থাকছেন আন্দ্রে রাসেল এবং প্যাট কামিন্স। অন্যদিকে ব্যাটিং বিভাগে বরাবরের মত ভরসার নাম হয়ে থাকছেন নিতিশ রানা, শুভম্যান গিল কিংবা রাহুল ত্রিপাঠিরা।
বোলিং বিভাগে আন্দ্রে রাসেল, প্যাট কামিন্সের সাথে সাকিব আল হাসান, বরুণ চক্রবর্তী কিংবা তাদের যোগ্য সঙ্গ দিতে পারেন প্রশিধ কৃষ্ণা।
এক নজরে দেখে নেয়া যাক দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কলকাতার সম্ভাব্য সেরা একাদশ
নিতিশ রানা, শুভম্যান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, দীনেশ কার্তিক, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, প্রশিধ কৃষ্ণা, প্যাট কামিন্স, এবং শিভাম মাভি।
দুই দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ৮টায়।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন