জয়ের ধারা বজায় রাখতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। টানা হারের বৃত্ত থেকে বের হওয়া নাইটরা গত ম্যাচ জিতে রয়েছে কিছুটা ফুরফুরে মেজাজে।
কলকাতা নাইট রাইডার্স এবারের আসরে এখন পর্যন্ত মাঠে নেমেছে ৬ ম্যাচে। যেখানে মাত্র ২টি জয়ের বিপরীতে নাইটদের হার রয়েছে চার ম্যাচে। ২ ম্যাচ জিতে ৪ পয়েন্ট পাওয়া কলকাতা এখন অবস্থান করছে পয়েন্ট টেবিলের ৫ নম্বর অবস্থানে।
কলকাতার ব্যাটিং বিভাগে ফর্মে ফিরেছেন দলটির অধিনায়ক ইয়ন মরগান। শুরু থেকেই টানা ব্যর্থতার বৃত্তে থাকা মরগান গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৪৭ রানের ইনিংস। যা ম্যাচ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকাও পালন করেছিল।
টানা পরাজয়ের বৃত্ত থেকে বের হওয়া কলকাতা অধিনায়ক গত ম্যাচের একাদশ ঘোষনা করেছে জানিয়ছে এটা তার সেরা একাদশ, তাই জয় আসার পর সেই দলে যে পরিবর্তন আসবে না সেটা নিশ্চিত তাই সামনের ম্যাচ গুলোতে সাকিবের জন্য জায়গা পাওয়া কঠিন হয়ে গেল। এই ম্যাচে তাই দলে পরিবর্তন না আসার সম্ভবনাই বেশি।
অন্যদিকে দিল্লি ক্যাপিটালসেও আসবে না কোন পরিবর্তন। রানে ফিরেছে হিটমায়ার যেটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সিজনে তাদের সেরা আবিষ্কার আভেশ খান যিনি গত ম্যাচে শেষ দিকেও ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে দুর্দান্ত ছিলেন।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- নিতিশ রানা, সুবমান গিল, রিংকু সিং, ইয়ন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেট কিপার), সুনিল নারিন, প্যাট কামিন্স, সিবম মাভি, প্রসীদ কৃষ্ণা, ভরুন চক্রবর্তী।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ :- পৃথ্বি শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, রিশাব পান্ট, শিমরন হিটমায়ার, মার্কুস স্টোইনিস, আক্সার প্যাটেল, অমিত মিশ্রা, ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা ও আভেশ খান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন