আইপিএলের ২৫ তম ম্যাচে আজ রাত ৮ টায় মাঠে নামবে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস।গ্রুপের ৫ম স্থানে থাকা কলকাতা জয় পেয়েছে নিজেদের সব শেষ ম্যাচে।
অন্যদিকে গ্রুপের ৩য় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলে সবচেয়ে ছোট পরাজয় (১ রানে) পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার কে ছাড়াও রিশাব পান্টের নেতৃত্বে অসাধারন করছে দিল্লি ক্যাপিটালস।
আজকের ম্যাচে দুই দল নামবে ভিন্ন রকম অবস্থায় থেকে, যদিও এই ম্যাচে জয়ের বিকল্প ভাবার সময় নেই কলকাতার সামনে যদি তারা প্লে অফ খেলার স্বপ্ন দেখে থাকে।
কলকাতা দলের এতদিন বিদেশী কোটায় মূল সমস্যা ছিল অধিনায়কের ফর্ম হীনতা। তবে নিজেদের শেষ ম্যাচে অধিনায়কই নেতৃত্ব দিয়েছে দল কে জয় পেতে যেখানে তার ব্যাটেই আসে ৪৭ রান।
টানা পরাজয়ের বৃত্ত থেকে বের হওয়া কলকাতা অধিনায়ক গত ম্যাচের একাদশ ঘোষনা করেছে জানিয়ছে এটা তার সেরা একাদশ, তাই জয় আসার পর সেই দলে যে পরিবর্তন আসবে না সেটা নিশ্চিত তাই সামনের ম্যাচ গুলোতে সাকিবের জন্য জায়গা পাওয়া কঠিন হয়ে গেল। এই ম্যাচে তাই দলে পরিবর্তন না আসার সম্ভবনাই বেশি।
অন্যদিকে দিল্লি ক্যাপিটালসেও আসবে না কোন পরিবর্তন। রানে ফিরেছে হিটমায়ার যেটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সিজনে তাদের সেরা আবিষ্কার আভেশ খান যিনি গত ম্যাচে শেষ দিকেও ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে দুর্দান্ত ছিলেন।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- নিতিশ রানা, সুবমান গিল, রিংকু সিং, ইয়ন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেট কিপার), সুনিল নারিন, প্যাট কামিন্স, সিবম মাভি, প্রসীদ কৃষ্ণা, ভরুন চক্রবর্তী।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ :- পৃথ্বি শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, রিশাব পান্ট, শিমরন হিটমায়ার, মার্কুস স্টোইনিস, আক্সার প্যাটেল, অমিত মিশ্রা, ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা ও আভেশ খান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন