আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০ টা ৩০ মিনিটে পাল্লেকেলের মাঠে স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং স্বর্গের পিচে ড্র করে দুই দল। প্রথমে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ৯০ ও মমিনুল হক ও নাজমুল হাসান শান্তর সেঞ্চুরিতে রানের পাহাড়ে (৫৪১) চড়ে বাংলাদেশ।
জবাবে করুনারত্নের ডাবল সেঞ্চুরিতে ম্যাচে ড্র নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ ২য় ইনিংসে ব্যাট করতে নামলে শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচ টি।আগামী ম্যাচেও প্রত্যাশা করা হচ্ছে একই পিচের তাই এই ম্যাচেও ফলাফল আসবে কিনা সন্দেহ। তবে এই মাঠে সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। নিজেদের শততম টেস্ট ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে এই মাঠেই জয় পেয়েছিল টাইগাররা।
সাকিব আল হাসান ও মুস্তাফিজ কে ছাড়া গত ম্যাচ বাংলাদেশ ভালো ব্যাটিং ভালো করলেও বোলিং এ মুস্তাফিজের অভাব ভালো প্রকাশ পায়। যার ফলে একাই বাংলাদেশ দল কে ভোগায় অধিনায়ক করুনারত্নে। অবশ্য বোলিং স্বর্গের পিচে কিছুই করার ছিল না বোলারদের। প্রত্যাশা করা হচ্ছে কালকের ম্যাচেও একই পিচে খেলতে নামবে দুই দল।
এদিকে বাংলাদেশের দলে পরিবর্তনের সম্ভবনা খুবই কম। যদি কোন পরিবর্তন আসে তবে দলে জায়গা পেতে পারে সাইফ হোসেন।কালকের ম্যাচে শ্রীলংকার একাদশে ইঞ্জুরির জন্য মিস করবে লাহিরু কুমারা। তার পরিবর্তে দলে অভিষেক হতে পারে স্পিনার প্রভিন জয়াইউকরামার।
আগামী ম্যাচের জন্য ২ দলের সম্ভাব্য একাদশ :-
বাংলাদেশের একাদশ :- তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট কিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন।
শ্রীলংকার একাদশ :- দিমুথ করুনারত্নে (অধিনায়ক) , লাহিরু থিরিমান্নে, ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোসান ডিকওয়েলা (উইকেট কিপার) , ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, প্রভিন জয়াইউকরামা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন