স্থগিত হয়ে যাবে এবারের আইপিএলের আসর।তবে সেটা ছেলেদের আইপিএল নয় মেয়েদের আইপিএল স্থগিত হতে পারে।এখন পর্যন্ত কোন অফিশিয়াল ঘোষণা আসেনি বিসিসিআই এর পক্ষ থেকে তবে যেকোন মুহূর্তেই আসতে পারে এবারের মেয়েদের আইপিএল বন্ধের ঘোষণা।
তার পিছনে একটার কারন আর তা হচ্ছে করোনার পরিস্থিতি ভারতে দিন দিন অবণতি হতে থাকা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড! ভারতে রয়েছে অক্সিজেনের সংকট, পাশাপাশি ভিন্ন রকমের ভাইরাস ভারতে তো রয়েছেই।
এদিকে পরিস্থিতি ভয়াবহ হওয়ায় অনেক বিদেশী ক্রিকেটারই আসতে পারবে না ভারতে, তাই এবারে বন্ধ হতে পারে মেয়েদের আইপিএলের ৩য় আসর।যদিও ছেলেদের আইপিএল চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথাই জানিয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তিনি জানিয়েছেন যে কোন পরিস্থিতিতেই এবারের আইপিএলের আসর সমাপ্ত হবে।
তবে নিশ্চিত করেনি মেয়েদের আইপিএলের ব্যাপারে। পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারনে প্রায় প্রতিদিনই বিদেশী ক্রিকেটার দেশ ছাড়ছে তবে তাতেও নিজ সিদ্ধান্তে অটল সৌরভ। তবে তিনি জানিয়েছেন যে সব বিদেশী ক্রিকেটার দেশ ছাড়তে চাইবে তাদের দেশে পৌছে দিতে সব ধরনের সাহায্য করবেন তিনি ও তার বোর্ড।
এবারের আইপিএলে ৬ টি ভেন্যু রয়েছে তবে মেয়েদের জন্য খেলা হওয়ার কথা ছিল মাত্র ১ ভেন্যু তে, যেখানে অংশ নিতো মাত্র ৩ দল।এই ৩ দলের মধ্যে ২ দলে খেলার কথা ছিল দুই বাংলাদেশী ক্রিকেটার জাহানারা আলম ও সালমা খাতুনের। সব শেষ আসরে চ্যাম্পিয়ন হয় সালমা খাতুনেত দল যেখানে ফাইনালে অসাধারন বোলিং করেন তিনি।
তবে এবারের করোনা পরিস্থিতির কারনে এখনও নিশ্চিত না মেয়েদের আইপিএল কি করবে। গতবার দুবাই তে আইপিএল অনুষ্ঠিত হলেও এবার এখনও ভারতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পরিস্থিতি যেহেতু জটিল আর কেউই বিদেশ থেকে এখনও আসছে না তাই এখনও নিশ্চিত না এবার আইপিএল কি চলবে নাকি স্থগিত থাকবে কিছু দিন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন