ডু প্লেসিস ও রুতুরাজের ব্যাটে ভর করে হায়দ্রাবাদের দেয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতে যায় চেন্নাই সুপার কিংস।টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ম্যাচের শুরুতেই স্যাম কারান ব্যক্তিগত ৭ রানে ফিরিয়ে দেয় জনি বেয়ারস্টো কে।
এরপর অধিনায়ক ওয়ার্নার ও মনিশ পান্ডের ব্যাটে রান করতে থাকে সানরাইজার্স হায়দ্রাবাদ। এক প্রান্তে রক্ষণাত্মক খেলে ওয়ার্নার ও অন্য প্রান্তে টিটুয়েন্টি মেজাজেই ব্যাট চালায় পান্ডে। মনিশ পান্ডের ব্যাটে চলে আসে তার আইপিএলে ২০ তম অর্ধ শতক। অপর প্রান্তে ওয়ানডে মেজাজে ব্যাট চালানো ওয়ার্নারও তুল নেয় অর্ধ শতক। আইপিএলে এটি তার ৫০ তম আইপিএলে অর্ধ শতক পাশাপাশি সবচেয়ে ধীরেও বটে।
১৮তম ওভারে ২ জন বিদায় নেয়, ওয়ার্নার ৫৫ বলে ৫৭ ও পান্ডে ৪৬ বলে ৬১ রান করে। তবে শেষ দিকে তাদের সম্মানজনক সংগ্রহ এনে দেয় কেন উইলিয়ামসন। শেষ দিকে ১০ বলে ২৬ রান আসে তার ব্যাটে ও কেদার যাদব করে ৪ বলে ১২ রান তাতে শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৩ উইকেটে ১৭১ রান।
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু আসে ফাফ ডু প্লেসিস ও রুতুরাজ গাইকওয়াদের ব্যাটে। প্রথমে দেখে শুনে ব্যাট চালিয়ে পাওয়ার প্লে তে দু জন সংগ্রহ করে ৫০ রান। এরপর খোলস থেকে বেরিয়ে ব্যাট চালাতে থাকে দুজনেই। ডু প্লেসিস তুলে নেয় আইপিএলের ১৯ তম অর্ধ শতক ও গাইকওয়াদ তুলে নেয় ৫ম অর্ধ শতক। ৭৫ রানে গাইকওয়াদ কে ফিরিয়ে দেয় রাশিদ। একই ওভারে মঈন ও ফাফ কে ফেরায় রাশিদ। শেষ পর্যন্ত তারা ৭ উইকেটের সহজ জয়ই পায়।
একনজরে দেখেনিন আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল-
সংক্ষিপ্ত সংগ্রহ:-
সানরাইজার্স হায়দ্রাবাদ ১৭১-৩
ডেভিড ওয়ার্নার ৫৭ (৫৫)
মনীশ পান্ডে ৬১ (৪৬)
কেন উইলিয়ামসন ২৬ (১০)
লুঙ্গি এনগিদি ৩৫-২
চেন্নাই সুপার কিংস ১৭৩-৩ (১৮.৩)
ফাফ ডু প্লেসিস ৫৬ (৩৮)
রুতুরাজ গাইকোয়াদ ৭৫ (৪৪)
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন