শিরোনাম

প্রচ্ছদ /   শীর্ষে তামিম দেখেনিন আইসিসি র‍্যাংকিংয়ে শান্তর মুমিনুলদের অবস্থান

শীর্ষে তামিম দেখেনিন আইসিসি র‍্যাংকিংয়ে শান্তর মুমিনুলদের অবস্থান

Avatar

বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১

প্রিন্ট করুন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে এক ইনিংসে ১৬৩ রান করার পর টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন টাইগার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। শুধু শান্তই নয়, একইসাথে র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে ওপেনার তামিম ইকবাল এবং টেস্ট অধিনায়ক মুমিনুল হকেরও।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ৯০ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। এরপর দ্বিতীয় ইনিংসে এসে পুরো সময় ব্যাট করতে না পারলেও তামিম অপরাজিত থাকেন ৭৪ রানে। আর এতেই আইসিসির হালনাগকৃত টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় তামিম ইকবালের উন্নতি হয়েছে ৩ ধাপ। বর্তমানে তামিমের অবস্থান সেরা ব্যাটসম্যানদের তালিকায় ৩০ নম্বরে।

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে খেলেছেন ১২৭ রানের ইনিংস। এছাড়া দ্বিতীয় ইনিংসে এসেও মুমিনুল অপরাজিত ছিলেন ২৩ রানে। ক্যারিয়ারের ১১তম শতক হাঁকানোর পর মুমিনুলের উন্নতি হয়েছে ৫ ধাপ। সেরা টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় মুমিনুল হক এখন অবস্থান করছেন ৩১ নম্বরে।

অন্যদিকে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে সবচেয়ে লাফ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচের প্রথম ইনিংসে ১৬৩ রান করার পর ২১ ধাপ উন্নতি হয়েছে এই ব্যাটসম্যানের। নাজমুল হোসেন শান্ত এখন অবস্থান করছেন টেস্ট ব্যাটসম্যানদের তালিকার ১১৫ নম্বর অবস্থানে।

বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি হাঁকানো দিমুথ করুনারত্নেরও উন্নতি হয়েছে ৬ ধাপ। এই লঙ্কান ব্যাটসম্যান এখন অবস্থান করছেন টেস্ট ব্যাটসম্যানদের তালিকার ১৫তম অবস্থানে। তার আরেক স্বদেশী ধনজয়া ডি সিলভা ৭ ধাপ উন্নতিতে রয়েছেন ২৮ নম্বরে।

সাদা পোশাকের ফরম্যাটে সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। তালিকার দুই ও তিন নম্বরে যথাক্রমে রয়েছেন স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশানে। ইংলিশ ব্যাটসম্যান জো রুট চতুর্থ স্থানে থাকলেও তার একধাপ পেছনেই রয়েছেন টিম ইন্ডিয়ার বিরাট কোহলি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন