শিরোনাম

প্রচ্ছদ /   মাত্র পাওয়াঃ বন্ধ হচ্ছে আইপিএল

মাত্র পাওয়াঃ বন্ধ হচ্ছে আইপিএল

Avatar

বুধবার, এপ্রিল ২৮, ২০২১

প্রিন্ট করুন

চলছে ক্রিকেট বিশ্বের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। ব্যাট-বলের এই লড়াই নিয়ে এবার বিপত্তি বেধেছে। ফলে স্থগিত হয়ে যাচ্ছে টুর্নামেন্ট।

আইপিএলে পুরুষ ক্রিকেটারদের টুর্নামেন্ট চলাকালে আয়োজিত হয়ে থাকে একই ফরম্যাটে নারীদেরও একটি টুর্নামেন্ট। উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ কাপ নামে এই টুর্নামেন্টকে বলা হয়ে থাকে মেয়েদের আইপিএল। তবে এবার সেই টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা আসতে যাচ্ছে।

নারীদের আইপিএলের এবারের আসর মাঠে না গড়ানোর মূল কারন হচ্ছে গোটা ভারত জুড়েই করোনার থাবা অব্যাহত। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড হবার কারনে বিদেশি ক্রিকেটাররা একে একে দল ছাড়ছেন পুরুষদের টুর্নামেন্ট থেকে। নারীদের টুর্নামেন্টেও বিদেশি ক্রিকেটারের ঘাটতি থাকার সম্ভাবনা প্রবল হবার কারনে শেষ পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যদিও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

এর আগে আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছিল ছেলেদের আইপিএল ভারতের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হলেও মেয়েদের আইপিএল অনুষ্ঠিত হবে কেবলমাত্র একটি ভেন্যুতে। করোনার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনাও ভেস্তে গেল করোনার মাত্রা তীব্র হবার কারনে।

নারীদের আইপিএলে গত আসর অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। পুরুষদের টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি ভেন্যু হিসেবে আরব আমিরাতকে বেছে নেয়া হলেও এবারের আসরে আইপিএলের ভেন্যু রয়েছে ভারতেই। তবে করোনার কারনে অবশ্য বিপাকে পড়তে হয়েছে পুরুষ দলের ফ্র্যাঞ্চাইজিগুলোরও। একের পর এক ক্রিকেটাররা দল ছাড়ার কারনে বিদেশি ক্রিকেটারের সঙ্কট দেখা দিয়েছে এই টুর্নামেন্টে।

প্রসঙ্গত, মেয়েদের আইপিএলে গত আসরে বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছিলেন দুইজন। পেসার জাহানারা আলম এবং অলরাউন্ডার সালমা খাতুন। পুরুষদের টুর্নামেন্টের প্লে অফ চলাকালে শুরু হয়ে থাকে নারীদের এই টুর্নামেন্ট। বরাবরের মত এবারও তিন দলের অংশগ্রহনে অনুষ্ঠিত হবার কথা ছিল নারীদের আইপিএল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন