অবশেষে শেষ হলো পাকিস্তান সুপার লীগের ৬ষ্ঠ আসরের রিপ্লেসমেন্ট ড্রাফট। যেখানে নিলামে উঠেছিলো ৫ জন বাংলাদেশী তার মধ্য থেকে দল পেয়েছে ৩ জন ক্রিকেটার। তারা হচ্ছে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাস।
সাকিব আল হাসান কে কিনেছে লাহোর কালান্দার্স। মাহমুদুল্লাহ রিয়াদ কে কিনেছে মুলতান সুলতানস ও লিটন কুমার দাস কে কিনেছে করাচি কিংস। যারা বর্তমানে লীগে শীর্ষে রয়েছে। করাচি কিংস এ ভিড়িয়েছে সাবেক টিটুয়েন্টি এক নাম্বার ব্যাটসম্যান মার্টিন গাপটিল কেও।
বাংলাদেশী ক্রিকেটারদের বাইরেও নিলামে উঠেছিলো শ্রীলংকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। তাদের মধ্যে অনেকেই দল পেয়েছে আবার অনেকেই দল পায়নি। টিটুয়েন্টি ক্রিকেটে এখন অন্যতম সবচেয়ে বড় চমক আন্দ্রে রাসেল কে কিনেছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস যাদের অবস্থান একদম তলানি তে। এছাড়াও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজা খেলবে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে।
প্লেয়ার্স ড্রাফটের সর্বোচ্চ মূল্য পাওয়া প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লাহোর কালান্দার্স বেছে নিয়েছে সাকিবকে। যেখানে সাকিবকে এই আসর খেলার জন্য কালান্দার্স প্রদান করবে সর্বনিম্ন ১ লক্ষ ৩০ হাজার ডলার থেকে ১ লক্ষ ৭০ হাজার ডলার পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশী টাকায় যার পরিমান দাঁড়ায় প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা।
অন্যদিকে গত আসরে পিএসএল খেলতে যাওয়ার কথা ছিল আরেক টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। তবে শেষ মুহূর্তে এসে করোনা পজিটিভ হওয়ার কারনে তাকে থাকতে হয়েছিল দেশে। গত আসরের সেই স্মৃতি ভুলে নতুন করে এবারের আসরের জন্য মাহমুদউল্লাহকে দলে নিয়েছে মুলতান সুলতান্স।
এই প্লেয়ার্স ড্রাফটে মাহমুদউল্লাহ ছিলেন সিলভার ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা প্রত্যেকে পাবেন সর্বনিম্ন ১৫ হাজার ডলার থেকে ২৫ হাজার ডলার পর্যন্ত। অর্থাৎ মাহমুদউল্লাহ রিয়াদ এবারের পিএসএল খেলে পাবেন প্রায় ২০ লাখ টাকা।
মাহমুদউল্লাহ রিয়াদের সাথে প্রথমবারের মত পিএসএলে দল পেয়েছেন আরেক ডানহাতি ব্যাটসম্যান লিটন কুমার দাস। এর আগে পিএসএলে খেলার কোনো অভিজ্ঞতা না থাকলেও তাকে দলে ভিরিয়েছে করাচি কিংস। এবারের আসরে করাচি কিংস তাকে বেছে নিয়েছে সিলভার ক্যাটাগরি থেকে। ফলে মাহমুদউল্লাহ রিয়াদের মত তিনিও পাবেন অন্তত ২০ লাখ টাকা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন