শিরোনাম

প্রচ্ছদ /   ওপেনিং এ তামিম লিটন দেখেনিন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকছেন যারা

ওপেনিং এ তামিম লিটন দেখেনিন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকছেন যারা

Avatar

বুধবার, এপ্রিল ২৮, ২০২১

প্রিন্ট করুন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে লঙ্কায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ শেষে টাইগাররা দেশে আসার পর অবশ্য লম্বা বিরতি দেয়ার সুযোগ নেই। মে মাসের শেষ সপ্তাহে টাইগাররা মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইতোমধ্যেই দল প্রস্তুত করে রেখেছে বিসিবি এমনটা জানিয়েছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আসন্ন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের ৬ ম্যাচে বাংলাদেশ দল নিজেদের ৬ ম্যাচ থেকে জিতেছে ৩ ম্যাচ। ফলে নামের পাশে থাকা ৩০ পয়েন্টকে আরও বাড়িয়ে নিতেই লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় ভিন্ন কিছুই ভাবছে না টাইগাররা।

লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিতে আগামী ২ মার্চ থেকে ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা অনুশীলন করবেন এমনটা জানিয়ে আকরাম খান বলেন,

‘’যে সব ক্রিকেটার দেশে আছেন তাদের নিয়ে আগামী ২ মে থেকে অফিসিয়ালি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের অনুশীলন শুরু হয়ে যাবে। টেস্ট দলে যারা খেলছে তাদের মধ্যে যারা ওয়ানডে স্কোয়াডে থাকবে তারা দেশে ফিরে দুই একদিন বিশ্রাম নিয়ে দলের অনুশীলনে যোগ দিবে। ইদের ছুটির পর পুরো দমে প্র্যাকটিস শুরু হবে ওয়ানডে দলের।‘’

এদিকে গত নিউজিল্যান্ড সফর ও শ্রীলঙ্কা সফরে সাকিব আল হাসান দলের সাথে না থাকতে পারলেও ঘরের মাঠে ওয়ানডে সিরিজে আবারও দলের সাথে যোগ দিবেন তিনি। এক্ষেত্রে হয়তো কলকাতা নাইট রাইডার্সের হয়ে শেষের দিকে কিছু ম্যাচ মিস করবেন সাকিব।

শুধু সাকিবই নয়, রাজস্থান রয়্যালসের জার্সিতে টুর্নামেন্ট মাতানো মুস্তাফিজুর রহমানও ফিরতে পারেন মাঝপথে। কেননা লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াডের বাইরে রাখা হলেও ওয়ানডে সিরিজের দলের সাথে থাকছেন মুস্তাফিজ এমনটা জানানো হয়েছিল আগেই।

এক নজরে দখে নেয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য টাইগারদের সম্ভাব্য সেরা স্কোয়াড

তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসাইন, মোহাম্মদ নাইম, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন