শিরোনাম

প্রচ্ছদ /   পিএসএলের নিলাম শেষে দেখেনিন সাকিব মাহমুদুল্লাহরা কে কোন দল পেল

পিএসএলের নিলাম শেষে দেখেনিন সাকিব মাহমুদুল্লাহরা কে কোন দল পেল

Avatar

মঙ্গলবার, এপ্রিল ২৭, ২০২১

প্রিন্ট করুন

চলছে পাকিস্তান সুপার লীগের নিলাম। যেখানে দল পেয়েছে ৩ জন বাংলাদেশী ক্রিকেটার। এখন পর্যন্ত দল পেয়েছে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাস।

সাকিব আল হাসান কে কিনে নিয়েছে লাহোর কালান্দার্স ও মাহমুদুল্লাহ রিয়াদ কে কিনেছে মুলতান সুলতানস। দ্বিতীয় ধাপে দল পেয়ে যায় আরেক বাংলাদেশী লিটন কুমার দাস। তাকে কিনে নেয় করাচি কিংস। এটা লিটনের প্রথম পাকিস্তান সুপার লীগে যাত্রা।

সাকিব আল হাসান কে নিলামে কিনে নেয়া লাহোর কালান্দার্সের অবস্থান হচ্ছে ৪ নাম্বারে যারা ৪ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ৬ পয়েন্ট।

মাহমুদুল্লাহ রিয়াদ কে কিনে নেয়া মুলতান সুলতানস রয়েছে তালিকার ৫ম স্থানে যারা ৫ ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করেছে।

এছাড়াও লিটন দাস কে কিনে নেয়া করাচি কিংসের অবস্থান হচ্ছে লীগের শীর্ষস্থান। তাদের পয়েন্টও সাকিবের দলের সমান ৬ তবে নেট রান রেটে এগিয়ে রয়েছে তারা।

তবে এখন পর্যন্ত লীগে বাদ পরেনি কেউই। মাত্র শেষ হয়েছে গ্রুপ পর্বের ১৪ টি ম্যাচ ও বাকি রয়েছে আরও ২০ টি ম্যাচ।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারনে অনেকেই পিএসএলের প্রতি আগ্রহী নয় তাই নাম প্রত্যাহার করে দেশে ফেরত গেছে অনেকেই। তাই তাদের রিপ্লেসমেন্ট হিসেবে অনুষ্ঠিত হয় এই ছোট নিলাম।

টুর্নামেন্টের সব শেষ পয়েন্ট তালিকা:-

১. করাচি কিংস – ম্যাচ ৫ – পয়েন্ট ৬
২. পেশওয়ার জালেমি – ম্যাচ ৫ – পয়েন্ট ৬
৩. ইসলামাবাদ – ম্যাচ ৪ – পয়েন্ট ৬
৪. লাহোর – ম্যাচ ৪- পয়েন্ট ৬
৫. মুতলান সুলতান – ম্যাচ ৫ – পয়েন্ট ২
৬. কোয়েটা গ্ল্যাডিয়েটরস – ম্যাচ ৫ – পয়েন্ট ২

উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর স্থগিত হওয়া আসর গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়, যা থেমে রয়েছে করোনা ভাইরাসের কারনে। যদি পরিস্থিতি পুরোপুরি ঠিক থাকে তবে জুনের ১ তারিখে আবারও শুরু হবে টুর্নামেন্টের বাকি অংশ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন