আগামী ২৯ তারিখ আইপিএলের ২৪ তম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। ম্যাচ টি অনুষ্ঠিত হবে অরুন জেটলি স্টেডিয়াম, দিল্লি তে।
এবারের আইপিএলে শুরু থেকে ইঞ্জুরি সমস্যা লেগে ছিল তাদের।এখন আবার ক- রো- না পরিস্থিতি যেন এনে দিয়েছে তাদের মরার উপর খাড়ার ঘা! একে একে দেশ ছাড়ছে বিদেশী প্লেয়াররা। তাতে বিদেশী কোটায় এখন বাকি রয়েছে শুধু ‘জস বাটলার, ডেভিড মিলার, ক্রিস মরিস ও মুস্তাফিজুর রহমান’।
আইপিএলের শুরুতে ২য় ম্যাচে চোটে পড়ে ছিটকে যান ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। এরপর চোটের কারণে ছিটকে পড়েন তারকা পেসার জফরা আর্চার। আরেক ইংলিশ লিয়াম লিভিংস্টোন দলের সাথেই ছিলেন, তবে জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তিকে কারণ হিসেবে দেখিয়ে তিনিও দেশে ফিরে যান। সর্বশেষ অস্ট্রেলীয় পেসার অ্যান্ড্রু টাই করোনার উদ্বেগজনক পরিস্থিতির কারণে দেশের বিমান ধরেন।
জস বাটলার, ডেভিড মিলার, ক্রিস মরিস ও মুস্তাফিজুর রহমান হচ্ছে তাদের বিদেশী খেলোয়ার। তাই তাদের এখন পরিস্থিতি এমন যে চেঞ্জের কোন উপায় নেই। খেলা চালিয়ে যেতে হবে এদের নিয়েই।
এদিকে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়ে ফুরফুরে আছে রাজস্থান রয়্যালস। তবে আজকের ম্যাচে জয় পেলে ভালো অবস্থানে উঠবে তারা। টানা ২ ম্যাচে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স, জয়ের বিকল্প নেই তাদের সামনেও।
রাজস্থানের সম্ভাব্য একাদশ :- সাঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেট কিপার), জস বাটলার, জাইসওয়াল, শিবাম ডুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াতিয়া, ক্রিস মরিস, শ্রেয়াস গোপাল, চেতান শাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।
মুম্বাই ইন্ডিয়ান্স :- রোহিত শর্মা, ডি কক, সূর্যকুমার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, জেমস নিশাম পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, চাহার, বুমরাহ, বোল্ট।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন